সকাল নারায়ণগঞ্জ :
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মুফতী মাসুম বিল্লাহর নেতৃত্বে এক প্রতিনিধি দল আজ দুপুর ১২ টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব এইচ এম কামরুজ্জামান সাহেবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সেক্রেটারি জনাব সুলতান মাহমুদ, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি আলহাজ্ব শেখ হাসান আলী, অর্থ সম্পাদক মুহা. ইসমাইল প্রমুখ নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ মাননীয় প্রশাসক মহোদয়ের সাথে বিভিন্ন নাগরিক সমস্যা সমাধান নিয়ে আলোচনা করেন। বিশেষ করে আসন্ন কুরবানির ঈদ উপলক্ষে পশুর হাট যেন সিন্ডিকেট মুক্ত হয়। ইজারার মাধ্যমে যথাযথ মূল্য নগর ভবন যেন পায়।
তাছাড়াও বিশুদ্ধ পানি সরবরাহের ব্যাপারে ওয়াসার কার্যকরী পদক্ষেপ গ্রহণ, যানযট নিরসন, সরকারি হাসপাতালে রুগীদের সু-চিকিৎসা নিশ্চিত করা ইত্যাদি বিষয়ে আলাপ আলোচনা হয়। প্রশাসক মহোদয় উপরিউক্ত সমস্যা সমাধানের ব্যাপারে আশ্বাস প্রদান করেন।