সকাল নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষাড়া শহীদ মিনার। শহীদ মিনারে বিভিন্ন চটপটি ও ফুচকার দোকান বসে। আর এসব দোকানে আসা মেয়েদের ইভটিজিং করে কিছু বখাটে পোলাপান। এছাড়াও অনেক সময় চুরি ছিনতাইয়ের ঘটনাও ঘটে। কিছুদিন আগে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে চাষাড়ায় সিসি ক্যামেরা লাগানো হয়েছে অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীদের শনাক্ত করতে। কিন্তু এরপরেও কিছু বখাটে পোলাপান বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে।
গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ১১টার দিকে ২-৩ জন মেয়েকে কেন্দ্র করে বখাটে পোলাপান মারামারি শুরু করে৷ পরবর্তীতে এখানে থাকা প্রশাসন মারামারি নিয়ন্ত্রণ করে এবং সব দোকান সরিয়ে মিনার বন্ধ করে দেয়।
শনিবার (২০ এপ্রিল) রাত ১১টার দিকে চাষাড়া শহীদ মিনারে আবারও কিছু বখাটে পোলাপান মারামারির সৃষ্টি করে। শহীদ মিনারে প্রশাসন থাকা সত্ত্বেও এসব বিশৃঙ্খলা ও মারামারির সৃষ্টি হয় কিভাবে যনমনে এই প্রশ্ন?
অনেকেরই দাবী জেলা প্রশাসনের নজরদারি বাড়িয়ে এসব বোখাটে পোলাপান, চোর ও ছিনিতাইকারীদের আইনের আওতায় আনা প্রয়োজন।