সকাল নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষাড়ায় ছিনতাই সহ বিভিন্ন ধরণের অপরাধমূলক ঘটনা ঘটেই চলছে। আর পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে এসব অপকর্ম এড়াতে চাষাড়াকে সিসি ক্যামেরায় আওতাভুক্ত করার সিধান্ত নিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিঞার নির্দেশে ১৫টি সিসি ক্যামেরা লাগানোর কার্যক্রম শুরু হয়েছে।
চাষাড়া শহীদ মিনার, গোল চত্ত্বর, সুগন্ধা বেকারি, উত্তর চাষাড়ার মোড়, চাষাড়া রেল লাইন সহ আশেপাশের বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে৷ আগামীকালের মধ্যে এই কার্যক্রম শেষ হবে বলে জানা গেছে।