সকাল নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলার প্রতিবন্ধী ব্যক্তি ও শিশুদের মাঝে হুইল চেয়ার ও শিক্ষা সহায়তা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ ফেব্রুয়ারী) নারায়ণগঞ্জ জেলা পরিষদের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে নারায়ণগঞ্জ জেলার পাঁচ উপজেলার ২০ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার, একজন প্রতিবন্ধী ব্যক্তিকে একটি ইলেকট্রিক চেয়ার, একজন প্রতিবন্ধী ব্যক্তিকে একটি কৃত্তিম বেইস (পায়ের ডিভাইস), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ২ জন ছাত্রকে ওয়াকিং স্ট্যান্ড এবং নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন কিডস ক্যাম্পাস স্কুল এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার ও সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা সহায়তা উপকরণ বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সূর্যের সৌন্দর্য তাপ, সমুদ্রের সৌন্দর্য ঢেউ ঠিক তেমনিভাবে মানুষের সৌন্দর্য মানবিকতা। যারা বিশেষ চাহিদাসম্পন্ন তাদের মূলধারায় ফিরিয়ে আনার জন্য সবাইকে নিয়ে জেলা প্রশাসন কাজ করবে এবং তাদের স্বাভাবিকভাবে বিকশিত হবার সুযোগ করে দিতে হবে।”– জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, নারায়ণগঞ্জ।