1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
''০২ গ্রাম হেরোইন সহ ০১ জন ও ০৩ সাজা পরোয়না সহ ১৭ জন পরোয়না ভূক্ত আসামী গ্রেফতার'' - সকাল নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
করিডর বা বন্দর লিজ নয় সংস্কার নিয়ে ভাবুন : মোমিন মেহেদী নিরাপদ সড়ক ও যানজট নিরসনে মোবাইল কোর্ট অভিযান বন্দরে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ভূমি জরিপ কার্যক্রমে ডিজিটাল অগ্রযাত্রা, না:গঞ্জে EDLMS প্রকল্পভিত্তিক সচেতনতামূলক সেমিনার  রুপগঞ্জ থেকে ৫২ কেজি গাঁজা ও ৫২০ বোতল ফেন্সিডিলসহ ১ জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ  ২নং রেল গেইট স্টেশন মার্কেটে চলছে অবৈধ মাদক ব্যবসা রয়‍্যাল টোবাকো কোম্পানীকে ৫ লক্ষ টাকা জরিমানা ও ১জনকে ১৪ দিনের বিনাশ্রম কারাদন্ড বন্দরে চাঞ্চল্যকর রাজিব হত্যার ঘটনায় প্রধান আসামি আয়াত ও সিফাতকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা, প্রাচ্যের ডান্ডি হবে বিশ্বসেরা”—এই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে অভিযান ৩ নং মাছ ঘাটে পুলিশের নাকের ডগায় চলছে মুসার ও টাকলা মনিরের অবৈধ জুয়ার আসর

”০২ গ্রাম হেরোইন সহ ০১ জন ও ০৩ সাজা পরোয়না সহ ১৭ জন পরোয়না ভূক্ত আসামী গ্রেফতার”

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৯৬ Time View
''০২ গ্রাম হেরোইন সহ ০১ জন ও ০৩ সাজা পরোয়না সহ ১৭ জন পরোয়না ভূক্ত আসামী গ্রেফতার'' (ছবি সকাল নারায়ানগঞ্জ)
''০২ গ্রাম হেরোইন সহ ০১ জন ও ০৩ সাজা পরোয়না সহ ১৭ জন পরোয়না ভূক্ত আসামী গ্রেফতার'' (ছবি সকাল নারায়ানগঞ্জ)

সকাল নারায়ণগঞ্জঃ

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আসলাম হোসেন এর নেতৃত্বে থানার অফিসার ও ফোর্সগণ ফতুল্লা থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন এলাকা হতে ০৩ জন সাজা পরোয়ানা সহ ১৭ জন পরোয়নাভূক্ত আসামী গ্রেফতার করেন। তন্মধ্যে ০১ জনকে ০২ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

১। মোঃ কালু মিয়া (৪২), পিতা- হিরোন মিয়া, সাং- পিলকুনি প্রাইমারী স্কুলের সামনে, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ,

২। আমির খা, পিতা- মৃত আলী হোসেন, সাং- প্রতাবনগর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ,

৩। রাশেদ, পিতা- হানিফ, সাং- প্রতাবনগর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ,

৪। হানিফ, পিতা- মৃত মাহমুদুল্লাহ, সাং- প্রতাবনগর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ,

৫। আবদুল, পিতা- মৃত রমা, সাং- আকবরনগর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ,

৬। বাদল, পিতা- ওসমান গণি, সাং- প্রতাবনগর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ,

৭। নাছির খা, পিতা- মৃত মোছলেম খা, সাং- আকবরনগর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ,

৮। মোঃ সোহেল, পিতা- মোতালেব, সাং- কাইয়ুমপুর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ,

৯। শাহীন (২৮), পিতা- মোহাম্মদ হোসেন, সাং- গুলশান রোড চাদনী হাউজিং, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ,

১০। সুজন চন্দ্র দেবনাথ (শ্রীধাম), পিতা- যুদিষ্ঠির দেবনাথ, সাং- ধোপাতিতা, পাগলা, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ,

১১। মোঃ মোস্তফা, পিতা- মৃত ফরমান আলী, সাং- পশ্চিম সস্তাপুর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ,

১২। মোঃ কামাল হোসেন (৩৭), পিতা- হারেজ মিয়া @ পাঠান, সাং- পাগলা জেলেপাড়া, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ (০২ গ্রাম হেরোইন ও পরোয়ানাভূক্ত),

১৩। মোঃ সাইদুর রহমান, পিতা- আবুল হাশেম, সাং- পঞ্চবটি ডালডার গেইট, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ (সাজা পরোয়ানা),

১৪। আব্দুল কাদের, মালিক- আব্দুল কাদের স্টোর, পিতা- আঃ ওয়াদুদ, সাং- মাসদাইর বাজার সিটি কর্পোরেশন ভবনের পূর্ব পাশের্^ কান্দন মিয়ার গলি, কামাল সাহেবের বাড়ীর ভাড়াটিয়া (৪র্থ তলা), থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ,

১৫। শিউলী আক্তার @ তাসলিমা বেগম (৪৫), স্বামী- মৃত আলী আহমেদ, সাং- ১৪০/২ অক্টো অফিস, উত্তর মাসদাইর (ইসদাইর), থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ (সাজা পরোয়ানা),

১৬। মোঃ মিন্টু মিয়া, পিতা- মোঃ খোরশেদ আলম, সাং- দাপা ইদ্রাকপুর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ,

১৭। ফিরোজ, মালিক সুরেশ^র মেটাল, সাং- দাপা ইদ্রকাপুর, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ (সাজা পরোয়ানা)

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL