সকাল নারায়ণগঞ্জঃ
বীর মুক্তিযোদ্ধা এবং নারায়ণগঞ্জ ১২নং ওয়ার্ড এর সাবেক কমিশনার আজহাুল ইসলাম আজহারের স্ত্রী এবং ডনচেম্বার এলাকার সন্তান মোঃ হাসান এর মা বেগম রুবিন ইসলাম(৫০) গতকাল রাত ৮ ঘটিকায় অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার সময় স্ট্রোক করে মারা যান তিনি।
এর খবর পেয়ে ডনচেম্বার এলাকায় শোকের ছায়া পরে যায়। তারা জানাজার সময় আজ বাদ জোহর ডনচেম্বার মসজিদে অনুষ্ঠিত হবে।
বীর মুক্তিযোদ্ধা এবং নারায়ণগঞ্জ ১২নং ওয়ার্ড এর সাবেক কমিশনার আজহাুল ইসলাম আজহারের স্ত্রী এবং ডনচেম্বার এলাকার সন্তান মোঃ হাসান এর মা বেগম রুবিন ইসলাম(৫০) এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সকাল নারায়ণগঞ্জ পরিবার। শোক প্রকাশ করেছেন সকাল নারায়ণগঞ্জ এর প্রকাশক এবং সম্পাদক ছায়ানূর তালুকদার, শোক প্রকাশ করেছেন সকাল নারায়ণগঞ্জ এর বার্তা সম্পাদক সিয়াম তালুকদার, শোক প্রকাশ করেছেন সিনিয়র ফোট সাংবাদিক জামাল তালুকদার সহ সকাল নারায়ণগঞ্জ এর বিভিন্ন কর্মকর্তারা।