সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ বাসির চোখের মনি যুব সমাজের অহংকার লাখো জনতার আস্থা দানবীর নারায়ণগঞ্জ – ৫ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান এর এক মাত্র তনয় জননেতা আলহাজ্ব আজমেরী ওসমান এর পক্ষ থেকে জালকুড়িতে গরীব দুঃখী মানুষকে কম্বল বিতোরন করা হয়েছে।
মঙ্গলবার ( ১৬ জানুয়ারী ) রাত ১০ ঘটিকায় জালকুড়িতে গরীব মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
এসময় আজমেরী ওসমান জানান তিনি সকল গরীব দূঃখি মানুষের পাশে আছেন থাকনবেন তার বাবা নাসিম ওসমান নারায়ণগঞ্জ এর সকল মানুষ এর সাথে ছিলেন তিনি ও থাকবেন এই আস্থা দেন সকল নারায়ণগঞ্জ বাসীদের এবং তিনি তার মা পারভীন ওসমান এবং তার বাবা বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান এর জন্য সকল এর কাছে দোয়া চান।