সকাল নারায়ণগঞ্জঃ
জাতিসত্তা বিরোধী শিক্ষা কারিকুলাম পরিবর্তন ও একতরফা পাতানো নির্বাচন বাতিলের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির বাস্তবায়নে আগামী ২৬ ডিসেম্বর সকাল ১০ টায় মহামান্য রাষ্ট্রপতি বরাবর ডিসির মাধ্যমে স্মারকলিপি পেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর।
আজ ২৩ ডিসেম্বর সকাল ১১ টায় এক যৌথ সভা শেষে নেতৃবৃন্দ এ কথা জানান। জেলা সভাপতি হযরত মাওলানা দ্বীন ইসলাম এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। নগর ও জেলা সেক্রেটারি যথাক্রমে মুহা. সুলতান মাহমুদ ও জাহাঙ্গীর কবীর, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি যোবায়ের হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারুক আহমেদ প্রমুখ নেতৃবৃন্দ।
মাও. দ্বীন ইসলাম বলেন, অবৈধ সরকার জাতিসত্তাবিরোধী শিক্ষা কারিকুলাম তৈরি করে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের চূড়ান্ত খেলায় মেতে ওঠেছে। এ কারিকুলাম বাস্তবায়ন হলে দেশের জ্বিনাব্যভিচার বৃদ্ধি পাবে। হাজার বছরের পারিবারিক ঐতিহ্য বিনষ্ট হবে।
তিনি আরও বলেন, দেশ বাঁচাতে আওয়ামী লীগের ক্ষমতার লালসার বিরুদ্ধে জনগণকে রাজপথে নেমে আসতে হবে। গণবিরোধী এ তফসিল অবিলম্বে বাতিল করতে হবে। সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।দেশের জনগণ এ অবৈধ তফসিল মানে না। দেশবাসি অবৈধ এ তফসিলের বিরুদ্ধে ফুঁসে ওঠেছে। ক্রমান্বয়ে রাজপথ আরও উত্তপ্ত হচ্ছে।