1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
আজাদ আর বেশি দিন চেয়ারম্যান থাকতে পারবে না -ভিপি বাদল - সকাল নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
করিডর বা বন্দর লিজ নয় সংস্কার নিয়ে ভাবুন : মোমিন মেহেদী নিরাপদ সড়ক ও যানজট নিরসনে মোবাইল কোর্ট অভিযান বন্দরে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ভূমি জরিপ কার্যক্রমে ডিজিটাল অগ্রযাত্রা, না:গঞ্জে EDLMS প্রকল্পভিত্তিক সচেতনতামূলক সেমিনার  রুপগঞ্জ থেকে ৫২ কেজি গাঁজা ও ৫২০ বোতল ফেন্সিডিলসহ ১ জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ  ২নং রেল গেইট স্টেশন মার্কেটে চলছে অবৈধ মাদক ব্যবসা রয়‍্যাল টোবাকো কোম্পানীকে ৫ লক্ষ টাকা জরিমানা ও ১জনকে ১৪ দিনের বিনাশ্রম কারাদন্ড বন্দরে চাঞ্চল্যকর রাজিব হত্যার ঘটনায় প্রধান আসামি আয়াত ও সিফাতকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা, প্রাচ্যের ডান্ডি হবে বিশ্বসেরা”—এই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে অভিযান ৩ নং মাছ ঘাটে পুলিশের নাকের ডগায় চলছে মুসার ও টাকলা মনিরের অবৈধ জুয়ার আসর

আজাদ আর বেশি দিন চেয়ারম্যান থাকতে পারবে না -ভিপি বাদল

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ১৩৮ Time View
আজাদ আর বেশি দিন চেয়ারম্যান থাকতে পারবে না -ভিপি বাদল (ছবি সকাল নারায়ানগঞ্জ)
আজাদ আর বেশি দিন চেয়ারম্যান থাকতে পারবে না -ভিপি বাদল (ছবি সকাল নারায়ানগঞ্জ)

সকাল নারায়ানগঞ্জঃ

কোথাকার আবুল কালাম আজাদ এখন পর্যন্ত সদর উপজেলার চেয়ারম্যান হয়ে আছে। কি করে সে এত দিন চেয়ারম্যান থাকে। আর বেশি দিন থাকতে পারবে না। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকা সত্ত্বেও তিনি কিভাবে চেয়ারম্যান হয়।

শনিবার(০৮ ফেব্রুয়ারি) বিকেলে ফতুল্লা পাগলাবাজার সমিতির উদ্যোগে ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল এবং শওকত আলীকে সংবর্ধনা অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোঃ শহিদ বাদল  এ কথা বলেন।

আজাদ আর বেশি দিন চেয়ারম্যান থাকতে পারবে না -ভিপি বাদল (ছবি সকাল নারায়ানগঞ্জ)

ভিপি বাদল বলেন, বিএনপির ভাইয়েরা অনেক কথা বলেন। তারা বলেন নিবার্চন সুষ্ঠ হয়নি, ভোট চুরি হয়েছে এমনকি  আগের দিন ভোট হয়ে গেছে। তাহলে পালার্মেন্টে গেলেন কেন বিএনপির লোকেরা। আপনাদের লজ্জা করে না এই ধরনের বথা বলতে। তাই আমি বলি আপনারা তৈরী হন। উপজেলা নির্বাচন আসছে।

আওয়ালীগ নাকি দোষী। দোষী হলে সেন্টু কি করে চেয়ারম্যান হয়। আমাদের দল গণতন্ত্র বিশ্বাস করি।

শওকত আলী বলেন, সারা বিশ্বে বাংলাদেশকে হাসিনার দেশ বলে চিনে। কেই বিদেশ গেলে তাকে জিজ্ঞেস করা হয় কোন দেশি তখন সে বলে বাংলাদেশি। ও হসিনার দেশের লোক। ১৬ বছরের কর্মকান্ডে আমি আপনাদের সন্তুস্ট করতে পারিনি। তার পরেও আপনারা আমাকে দলেয়র দায়িত্ব দিয়েছেন। কোন সন্ত্রাসী মাদক ব্যবসায়িদের নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। সংগঠনকে ভালোবাসুন।

  এসময়  শাহ আলম গাজী টেনুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, ফতুল্লা থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এইচ এম  ইসহাক, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, জেলা পরিষদের সদস্য মোস্তফা চৌধুরী, মোশতাক আহমেদ চৌধুরী ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ লিটন, সাধারণ সম্পাদক মীর হোসেন মীরু, পাগলা বাজার সমিকির সাধারণ সম্পাদক মো. বাচ্চু প্রমুখ।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL