সকাল নারায়ণগঞ্জঃ
সোনারগাঁ জি আর ইনস্টিটিউশনের কলেজ শাখার ২য় বর্ষের ছাত্র হেদায়েত উল্লাহ জীবন জীবিকার তাগিদে লেখাপড়ার খরচ ও সংসারের অর্থ যোগান দিতে মাছ প্যাকিং এর কাজে ভ্যান গাড়ি দিয়ে বরফ সাপ্লাই দিত।
এ কাজ করতে গিয়ে তার পায়ের হাটুর দিকে কেটে যায়। সরকারি হাসপাতালে চিকিৎসা করেও পা রক্ষা পায়নি। ব্যান্ডেজে পচন ধরে যাওয়ায় হাটুর উপর দিয়ে কেটে ফেলতে হয়েছে। তবুও সে থেমে নেই, এক পা নিয়েই ব্যাটারি চালিত গাড়ি চালায় যা আয় করে সংসার ও লেখাপড়ার খরচ যোগায়।
বর্তমানে সে কৃত্রিম পা লাগানোর জন্য সাভার সিআরপি- র মিস ভ্যালরি টেইলর এর সাথে যোগাযোগ করেছে। কৃত্রিম পা সংযোজন করতে তার পঁচাত্তর হাজার টাকার প্রয়োজন । যা তার পক্ষে দেয়া সম্ভব নয়। সোনারগাঁ জি আর ইনস্টিটিউশনের শিক্ষক ও ছাত্র-ছাত্রী মিলে কিছু টাকা যোগাড় করে দিয়েছে ।
সকলের কাছে আবেদন এ অসহায় ছাত্রটির কৃত্রিম পা সংযোজনের জন্য কিছু সহযোগিতা করুন। তার মোবাইল নম্বর- ০১৭৭৮৮৫৫২৪৮।