বন্দরে এক অটোচালক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
বুধবার (৫ ফেব্রুয়ারী) বেলা ১২টায় বন্দর থানার নূরবাগ এলাকায় রকি (২৫) তার নিজ ঘরে আত্মহত্যা করে।।
সংবাদ পেয়ে বন্দর ফাঁড়ী ইনর্চাজ ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমানসহ সঙ্গীয় র্ফোস দ্রুত ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে র্মগে প্রেরণ করেন। এ ব্যাপারে মারা যাওয়া রকির বাবা মো. কালু মিয়া বাদী হয়ে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেন।
এ ব্যাপারে বন্দর ফাঁড়ী ইনর্চাজ মোস্তাফিজুর রহমান জানান, আত্মহত্যাকারী নেশাগ্রস্থ অবস্থায় জীবন যাপন করছিল। সে অভিমান করে আত্মহত্যা করেছে। আমরা লাশের পোস্টমর্টেম রির্পোট তৈরি শেষে লাশ উদ্ধার করে র্মগে প্ররণ করেছি।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১ মাস পূর্বে পারিবারিক কলহের জের ধরে অটোচালক রকি দ্বিতীয় স্ত্রী সাথে বিবাহ বিচ্ছেদ ঘটে। এর পর থেকে অটোচালক রকি নেশা সেবন করে হতাশাগ্রস্থ হয়ে পরে। এর ধারাবাহিকতায় গতকাল বুধবার দুপুরে অভিমান করে নিজ ঘরের আড়াঁর সাথে নতুন গামছা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।