সকাল নারায়ণগঞ্জঃ
ছাত্রলীগ নেতা সাকিব আঞ্জুম সুস্মিতের বিরুদ্ধে মারধর করে দাঁত তুলে ফেলার অভিযোগ করেছেন আবুল মিয়া নামে এক বাস কন্ডাক্টর। সুস্মিত নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক।
এ ঘটনায় সুস্মিতসহ তিনজনের নাম উল্লেখ করে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন আবুল মিয়া।
এ
বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, এই
ঘটনায় মামলা নেয়া হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল দশটার দিকে সুস্মিত তার সহযোগীদের নিয়ে বাস কন্ডাক্টর আবুল মিয়াকে (৪৮) মারধর করে। আহত বাস কন্ডাক্টর আবুল মিয়া বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের এক নম্বর মাধবপাশা এলাকার মৃত আব্দুল মজিদ মিয়ার ছেলে।
আহত আবুল মিয়া বলেন, সোমবার সকাল দশটায় প্রয়োজনীয় কাজে আমি আমার বন্ধুর বাড়ি বাড়ইপাড়া এলাকায় আসি। ওই সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বন্দর এইচএম সেন রোডের বাড়ইপাড়া এলাকার আবু মিয়ার ছেলে মহানগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সুস্মিত ও একই এলাকার জাকির মিয়ার ছেলে পিয়াস এবং একই এলাকার হায়াতুর রহমানের ছেলে সানোয়ারসহ অজ্ঞাত নামা ৪/৫ জন সন্ত্রাসী বেদমভাবে পিটিয়ে নিলাফুলা জখমসহ একটি দাঁত ফেলে দেয়।