1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
আলীগঞ্জ মাঠে মোহামেডান বনাম আবহানী'র খেলা গোলশূন্য ড্র - সকাল নারায়ণগঞ্জ
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৯:৫৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
বৃষ্টিতে ভিজেও মানবিক সচেতন মূলক কাজ করে যাচ্ছেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা  সকাল নারায়ণগঞ্জ পরিবারের পক্ষ থেকে দিপা হাসেম এর জন্মদিনে শুভেচ্ছা বন্দরে আতাউর রহমান মুকুলের ওপর  হামলা, এড. মতিনের তীব্র নিন্দা এখন সময় দেশ মাতৃকার সেবা করার” — ডা. মজিবুর রহমান হজ শেষে দেশে ফিরলেন ৬০,৫১৩ হাজি মহররম ও আশুরার সঙ্গে কারবালার সম্পর্ক কি? রেমিট্যান্স প্রবাহে রেকর্ড, রিজার্ভ ছাড়াল ৩১ বিলিয়ন ডলার অস্ট্রেলিয়ায় চার দলীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ আল হিলালের কাছে হেরে ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় ম্যানসিটির মুরাদনগরে নারী ধর্ষণ ও নিপীড়নের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন

আলীগঞ্জ মাঠে মোহামেডান বনাম আবহানী’র খেলা গোলশূন্য ড্র

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ১৫৩ Time View
আলীগঞ্জ মাঠে মোহামেডান বনাম আবহানী'র খেলা গোলশূন্য ড্র
আলীগঞ্জ মাঠে মোহামেডান বনাম আবহানী'র খেলা গোলশূন্য ড্র (ছবি সকাল নারায়ানগঞ্জ)

সকাল নারায়ণগঞ্জঃ

মুজিব শতবর্ষ উপলক্ষে আলীগঞ্জ ক্লাবের উদ্যোগে  আয়োজিত ঢাকা মোহামেডান বনাম চট্রগাম আবহানী মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

আলীগঞ্জ মাঠে মোহামেডান বনাম আবহানী’র খেলা গোলশূন্য ড্র (ছবি সকাল নারায়ানগঞ্জ)

সোমবার(০৩ ফেব্রুয়ারী) বিকেলে আলীগঞ্জ ক্লাব মাঠে আয়োজিত ম্যাচটি গোলশূন্য ড্র হয়।

এর আগে মুজিব শতবর্ষের প্রীতি ম্যাচ উপলক্ষে  জাতীয় দলের সাবেক ফুটবলার, ঢাকা মোহামেডান এবং চট্রগাম আবহানীর খেলোয়াড়দের নিয়ে কেক কাটেন শ্রমিকনেতা ও আলীগঞ্জ ক্লাবের সভাপতি কাউসার আহমেদ পলাশ। এরপর শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ম্যাচ উদ্বোধন করেন তিনি।

আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ চললেও গোলের দেখা পায়নি কোনো দল। ফলে গোলশূন্য ভাবে শেষ হয়।  খেলা শেষে জাতীয় দলের সাবেক ফুটবলার দের নিয়ে দুই দলের হাতে ট্রফি তুলে দেন শ্রমিক নেতা ও আলীগঞ্জ ক্লাবের সভাপতি কাউসার আহমেদ পলাশ। 

এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, বাদল রায়, কায়সার হামিদ, আমাদের মাঠের জন্য যে সংগ্রাম তা আজকে স্বার্থক মনে হচ্ছে। সেজন্য এলাকাবাসীসহ এবং সাবেক ফুটবলারদের ধন্যবাদ জানাই। তাদের যতবার এই মাঠের জন্য ডেকেছি ততবার তারা এসেছে মাঠ রক্ষা করতে। সর্বশেষ রমজান মাসে যখন গণপূর্ত মন্ত্রনালয় মাঠ দখল করতে এসেছে তখন এই মাঠপ্রিয় মানুষরা সেই দখল প্রতিহত করে। আজকে নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে ধন্যবাদ জানাই। তিনিও আমাদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেছে। আমরা মাঠ চাই, মাঠ ছাড়া কোনো বিকল্প নেই। এই মাঠ আজকে এই এলাকাসহ আশেপাশের যুব সমাজকে মাদকসহ নানাবিধ অপকর্ম থেকে দূরে রাখছে। এই মাঠ যদি না থাকে তাহলে দেখা যাবে এলাকার প্রতি কোণায় কোণায় মাদক সেবন করছে যুবকরা। আবারো আমি বলতে চাই, এই দুই দলের খেলার মাধ্যমে আমাদের সংগ্রাম সফলতা পেয়েছে।

আলীগঞ্জ মাঠে মোহামেডান বনাম আবহানী’র খেলা গোলশূন্য ড্র (ছবি সকাল নারায়ানগঞ্জ)

এসময় আরো উপস্থিত ছিলেন, জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ, মোহামেডান ক্লাবের সাবেক অধিনায়ক ও স্থায়ী সদস্য বাদল রায়, জনি, রিয়াজ, গাফফার, সাব্বির, নকিব, আরমান আজিজ,  আলীগঞ্জ ক্লাবের সমাজকল্যাণ সম্পাদক ও ক্লাবের ফুটবল সেক্রেটারি হাজী মো. রফিকুল ইসলাম শামীম, আলীগঞ্জ ক্লাবের সহসভাপতি মো.ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক হাজী মো. নুরুল ইসলাম মেম্বার, কোষাধ্যক্ষ হাজী মো. আরিফুল ইসলামসহ ক্লাবের শীর্ষ কর্মকর্তারা।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL