হিন্দু ধর্মীয় আইন পরিবর্তন প্রচেষ্টার প্রতিবাদে নগরীতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ।
(২৬ মে) শুক্রবার সকালে এ কর্মসূচী পালন করে সংগঠন এর নেতাকর্মীরা। এসময় নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি এড, রন্জিত চক্রবর্তি দে সভাপতির বক্তব্যে বলেন হিন্দু ধর্মে মেয়েরা বিয়ের পর বাবা – কোন সম্পত্তির অংশিদার হয় না।
এবং বিয়ের সময় যখন রেজিষ্ট্রেি হয়, তার পর স্বামী স্ত্রীর ছাড়াছাড়ি হলে রেজিষ্ট্রি করার কোনো বিধান নেই।
কিন্তু বাংলাদেশ হিন্দু আইন সংস্কার পরিষদের নেতা সাংবাদিক সুভাষ সাহা ও পুলক সাহেবরা আইন পরিবর্তন এর অপচেষ্টা করছে। আমরা এটা মেনে নিতে পারিনি। এ আইন পরিবর্তন করার চেষ্টা করলে আমরা আরও বৃহত্তর আকারে নারায়ণগঞ্জে আন্দোলন সংগ্রাম করতে বাধ্য হবো।
অতোএব ধর্মীয় আইন পরবর্তন এর প্রচেষ্টা থেকে বিরত থাকার জন্য ঐ সকল নেতৃবৃন্দ কে বিরত থাকতে আহবান জানাচ্ছি।
এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অভয় কুমার রায়,যুগ্ম মহাসচিব নয়ন সাহা,জেলা কমিটির সাধারণ সম্পাদক সম্ভুনাথ সাহা সৈকত, যুগ্ন সম্পাদক যতিন্দ্র সাহা,সাংগঠনিক সম্পাদক পলাশ চন্দ্র বীর,প্রচার সম্পাদক সুমন, সহ সভাপতি রবিন সরকার, বিশ্বনাথ রায়,অবিরাম সূত্র ধর, সুজন দাস, প্রান কৃষ্ণ ভৌমিক সহ প্রমুখ।