নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৮নং ওয়ার্ড এনায়েতনগর শাহী জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে
শুক্রবার ৫ মে নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমীন মোল্লা ও এনায়েতনগর শাহী জামে মসজিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, মতোওয়াল্লী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত হয়ে পূর্ণ নির্মান কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
১৯৮১ সালে বাখরআলী প্রধান নামে এনায়েতনগর কৃতি সন্তান ৮.৩০ শতাংশ জমি মসজিদের নামে ওয়াকফা করে দান করেন এবং এই মসজিদে প্রায় তিন গ্রামের মানুষ জুম্মা নামজ সহ পাঁচ ওয়াক্ত নামাজ জামায়েতে আদায় করতেন সেই থেকে এনায়েতনগর শাহী জামে মসজিদ নামে নামকরণ করা হয়।
সময়ের পরিবর্তনে ধীরে ধীরে এনায়েতনগর জন সংখ্যা বৃদ্ধি পেতে থাকে, বিগত সময় মসজিদ টি দ্বিতীয় তলা থাকলেও মুসল্লী সংখ্যা অনুযায়ী মসজিদের আয়তন অনেকটা কম মনে হবার কারণে এনায়েতনগর শাহী জামে মসজিদ কমিটি সম্মিলিত সিদ্ধান্তে একটি আধুনিক মডেল ও ছয়তলা বহুতল ভবনের পূর্ণ নির্মাণ মসজিদ তৈরির কাজের উদ্বোধন করা হলো ।
এনায়েতনগর শাহী জামে মসজিদের উদ্বোধন অনুষ্ঠানে মসজিদ কমিটির সভাপতি মোঃ মোক্তার হোসেনে বক্তব্যে বলেন প্রতিটি মসজিদ আল্লাহ ঘর এবং এই ঘর নির্মাণের জন্য আল্লাহ আমাদের কে দায়িত্ব দান করেন তাই আমরা সকলের সহযোগিতায় আল্লাহ ঘর মসজিদ নির্মাণ কাজ করে থাকি, ঠিক তেমনি করে সকলের সহযোগিতায় এই এনায়েতনগর শাহী জামে মসজিদের পূর্ণ নির্মান কাজ শুরু করলাম ।
সভাপতি আরও বলেন মসজিদ টি ছয়তলা ভবন হবে এতে পূর্ণ নির্মাণ কাজের আনুমানিক ব্যায় হতে পারে প্রায় ৫ কোটি টাকা, আলহামদুলিল্লাহ ইতি মধ্যে আমাদের কাছে বেশকিছু অনুদান এসেছে এবং আমাদের মসজিদ ফান্ডের অর্থ সহ এনায়েতনগর শাহী জামে মসজিদের পূর্ণ নির্মান কাজ শুরু হয়েছে , এখনো অনেক টাকার প্রয়োজন তাই আল্লাহ ঘর মসজিদ নির্মাণ কাজের জন্য আপনারা জারাই অনুদান দিতে ইচ্ছুক আমাদের মসজিদের অনুদান বিকাশ নাম্বারে কল দিয়ে আপনার অনুদানের টাকা পাঠাতে পারেন সহযোগিতার জন্য বিকাশ নাম্বার দেওয়া হলো 01718 187694 , 01716 555935, 01817596215
মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদের প্রতিষ্ঠাতা সাবেক মোতওয়াল্লী জমি দাতার নাতি সভাপতি মুক্তিযোদ্ধা বিদ্যা নিকেতন আলহাজ্ব মোঃ শাহ আলম, এনায়েতনগর শাহী জামে মসজিদ সভাপতি মোঃ মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক নূর আহমেদ মোল্লা, কোষাধ্যক্ষ হাজী মোঃ মোখলেছুর রহমান, বর্তমান মোতওয়াল্লী মোঃ ইকবাল হোসেন পাঠান, নাসিক ৮নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগ সভাপতি পদপ্রার্থী মোঃ কাজী অহিদ আলম , সিভিল ইঞ্জিনিয়ার মোঃ তারিকুল ইসলাম টিটু সহ এনায়েতনগর এলাকার গন্যমান্য ব্যক্তি প্রমুখ।