সকাল নারায়ানগঞ্জঃ বন্দর উপজেলার জামিয়া রশিদিয়া মাদ্রাসার ছাত্র এমরান হোসেন (১৫) নিখোঁজ হয়েছে।
গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার মদনপুরস্থ উল্লেখিত মাদ্রাসা থেকে বের হবার পর থেকে সে নিখোঁজ রয়েছে । এমরান কুমিল্লা জেলার দেবিদ্ধার থানার বারেডা এলাকার মনু মিয়ার ছেলে।
নিখোঁজের ৩ দিন পর রোববার (২৬ জানুয়ারি) দুপুরে এমরানের বড় ভাই মাহাবুব মিয়া বাদী হয়ে বন্দর থানায় একটি সাধারণ ডাইরি করেন। যার জিডি নং- ১০৭৪।
মাদ্রাসা ছাত্র জানা যায়, বৃহস্পতিবার মাদ্রাসা থেকে সবার সঙ্গে বের হয়। পরে মাদ্রাসা পরিচালনা কমিটি নিখোঁজ ছাত্রের স্বজনরা অনেক স্থানে খোঁজাখুজি করে মাদ্রাসা ছাত্রের কোন সন্ধান পায়নি। পরবর্তীতে নিখোঁজের তিনদিন পর ছাত্রের বড় ভাই মাহাবুব মিয়া বাদী হয়ে বন্দর থানায় একটি সাধারণ ডাইরি করেন।