1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
নতুন করে আবার কিশোর গ্যাং নামে একটি অপরাধী চক্রের নামও শোনা যাচ্ছে - পারভীন ওসমান - সকাল নারায়ণগঞ্জ
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৮:১২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে জাকির খান অনুসারীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শাস্তি মুক্ত পরিবেশ পেলে, শিখবে শিশু হেসে খেলে। রূপগঞ্জে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ আড়াইহাজারে মাদকবিরোধী অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ীসহ ৫ জনের কারাদণ্ড ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, হুইল চেয়ার বিতরণ ও আলোচনা সভা বন্দরে চাঞ্চল্যকর সোহান হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ ১৯৩ বোতল ফেন্সিডিল ও ৩ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে র‍্যাব-১১ আইজিপির সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ চাষাড়ায় যানজট নিরসনের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা, ৫,৫০০ টাকা জরিমানা জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক

নতুন করে আবার কিশোর গ্যাং নামে একটি অপরাধী চক্রের নামও শোনা যাচ্ছে – পারভীন ওসমান

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ৫১১ Time View
  • সকাল নারায়ণগঞ্জ

 

 

নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নাসিম ওসমান পত্নী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পারভীন ওসমান বলেছেন, আজকে তরুণ ও যুবসমাজ নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংসের পথে চলে যাচ্ছে, মাদক-নেশায় আসক্ত হচ্ছে।  নতুন করে আবার কিশোর গ্যাং নামে একটি অপরাধী চক্রের নামও শোনা যাচ্ছে। তাই আজকে এই একাডেমীর উদ্বোধন করতে পেরে আমার খুব ভালো লাগছে। এ ধরনের উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। কেননা সবখানেই যদি এধরনের একাডেমী থাকে এবং ছেলে-মেয়েদের যদি খেলাধুলায় আগ্রহী করা যায় এবং তাদের যদি প্রশিক্ষণ দেয়া যায় তাহলে তরুণ ও যুবসমাজ ভুল পথে যেতে পারবেনা। তাই এ ধরনের খেলাধূলা ভিত্তিক আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানাই।

 

বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান ফুটবল একাডেমীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অত্যন্ত জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বুধবার (০৪ জানুয়ারী) বিকেলে ইসদাইরস্থ ওসমানী স্টেডিয়ামে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এ একাডেমীর উদ্বোধন করেন তিনি। এছাড়া উদ্বোধন উপলক্ষ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

 

পারভীন ওসমান খেলোয়ারদের উদ্দেশ্যে পারভীন ওসমান বলেন, যারা খেলতে চাও তারা মন থেকে খেলবে। দেশকে ভালোবেসে এখন থেকেই যদি তোমরা প্রশিক্ষণ নাও, খেলাধুলা করো, তাহলে আমি আশা করি, শীঘ্রই তোমরা জাতীয় দলে খেলবে। এমনকি তোমরা বিশ্বকাপেও খেলতে পারবে। কেননা জননেত্রী শেখ হাসিনা আপা কিছুদিন আগে বলেছিলেন, এবারের বিশ্বকাপে আমরা খেলতে পারিনাই, তবে আগামীতে যেন খেলতে পারি, সেই লক্ষ্যে ফুটবল ফেডারেশনকে তিনি প্রস্তুতি নিতে বলেছেন। আমিও আশাবাদি আমাদের বাংলাদেশ যেন খুব শীঘ্রই বিশ্বকাপে খেলতে পারে।

 

এসময় উপস্থিত ছিলেন একাডেমীর পরিচালক সাবেক ফুটবলার মনির হোসেন, সাবেক জাতীয় ফুটবলার আজমল হোসেন বিদ্যুৎ, জাকির হোসেন শাহীন, শহীদ হোসেন স্বপন, সেকান্দার হাসান সুজন, মেহেদী হাসান তপু, মোহাম্মদ জসীম উদ্দিন, আমরা খানপুরবাসী সংগঠনের সদস্য জাহাঙ্গীর আলম, খেলোয়ার রাজন, নারায়ণগঞ্জ ফুটবল একাডেমীর প্রধান কোচ খলিলুর রহমান দোলন, মন্টু দাস, নাসির হোসেন, সুমন প্রমুখ।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL