1. [email protected] : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. [email protected] : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
পরিকল্পনার মাধ্যমে হেঁটে যাতায়াতের নিরাপদ পরিবেশ নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের - সকাল নারায়ণগঞ্জ
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
তথ্য প্রযুক্তির যুগে সাক্ষরতা অর্জনে ডিজিটালাইজেশন অত্যাবশ্যক। – আনন্দধাম  মানবতার মুক্তির দূত রাসূল (সা.) এর আদর্শ অনুকরণ, অনুসরণ একমাত্র মুক্তির পথ- আল্লামা সৈয়দ বাহাদুর শাহ  ঘরের মা, মসজিদের ইমামেরও নিরাপত্তা নেই : মোমিন মেহেদী মরহুম খন্দকার লুৎফর রহমান স্বপন সাহেবের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা প্রদান সোনারগাঁয়ে সাড়ে সাত’শ বছরের প্রাচীন গ্রন্থাগার সংরক্ষণের দাবিতে মানববন্ধন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম স্মরণে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সরকারের সিদ্ধান্তকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দেশে ই-সিগারেট উৎপাদনের পায়তারা সোনারগাঁয়ে ওয়াক-ওয়ে নির্মাণের দাবিতে আলোচনা সভা মাদরাসার উন্নয়নে ৫ লাখ টাকা অনুদান  দিলেন মাসুদুজ্জামান জলবায়ু পরিবর্তন: জলবায়ু পরিবর্তনে শিক্ষার্থীদের ভূমিকা

পরিকল্পনার মাধ্যমে হেঁটে যাতায়াতের নিরাপদ পরিবেশ নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ১২৫ Time View
  • সকাল নারায়ণগঞ্জ

 

 

বিদ্যালয়ে হেঁটে যাতায়াতের উপকারিতা অপরিসীম। এতে যেমন শারীরিক স্বাস্থ্য ভালো থাকে, তেমনি বন্ধুদের সাথে গল্প করতে করতে যাওয়া যায় বলে মনও ভালো থাকে। আবার যানবাহন ব্যবহার হয় না বলে পরিবেশ দূষণেরও আশঙ্কা নেই।

 

কিন্তু নিরাপদ পরিবেশ না থাকায় হেঁটে যাতায়াতের ক্ষেত্রে প্রতিদিন শিক্ষার্থীদের নানাবিধ বাঁধার সম্মুখীন হতে হয়। ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর একটি গবেষণা থেকে দেখা যায়, রায়ের বাজার এলাকার ৯৫ শতাংশ শিক্ষার্থী হেঁটে যাতায়াত করে। ৬৯.৬৯ শতাংশ শিক্ষার্থী ভাঙ্গাচোড়া রাস্তা, ৭৩.২১ শতাংশ শিক্ষার্থী আবর্জনা, এবং ৭৬.১৯ শতাংশ শিক্ষার্থী দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে সমস্যার মুখোমুখি হয়। নিরাপদে হেঁটে যাতায়াতের পরিবেশ নিশ্চিতে এ সকল সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

 

 

শিক্ষার্থীদের হেঁটে বিদ্যালয়ে যাতায়াতে উৎসাহিত করার লক্ষ্যে প্রতি বছর অক্টোবর মাসটিকে ‘একটিভ এন্ড সেফ রুট টু স্কুল’ (অপঃরাব ধহফ ঝধভব জড়ঁঃব ঃড় ঝপযড়ড়ষ) মাস হিসেবে পালন করা হয়। আজ ৩০ অক্টোবর ২০২২ সকাল ১০.০০ টায় ‘সুস্থতার জন্য হেঁটে যাই, স্কুলে হেঁটে যাতায়াতের নিরাপদ পরিবেশ চাই’- শীর্ষক ¯েøাগানে রায়ের বাজার হাই স্কুল কর্তৃক একটি অবস্থান কর্মসূচি এবং ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুল কর্তৃক আয়োজিত একটি র‌্যালি থেকে শিক্ষার্থীরা এ দাবি জানায়।

আয়োজনে রায়ের বাজার হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব মেহেরুন্নেসা, শিক্ষক মাহমুদুল হাসান, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা এম এ মান্নান মনির, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর কমিউনিকেশন অফিসার শানজিদা আক্তার, প্রকল্প কর্মকর্তা প্রমা সাহা, সহকারি প্রকল্প কর্মকর্তা মো মিঠুন, সহকারি প্রকল্প কর্মকর্তা বাঁধন ঘোষ এবং রায়ের বাজার হাই স্কুল ও ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের শিক্ষার্থীবৃন্দ।

 

 

আয়োজনে বক্তারা বলেন, তুলনামূলক ভালো এবং সুনামসম্পন্ন বিদ্যালয়ে ভর্তির আগ্রহ থেকে অভিভাবকগণ সন্তানদের শহরের এক প্রান্তে থেকে অন্য প্রান্তের বিদ্যালয়ে ভর্তি করেন। এর ফলে ট্রিপের সংখ্যা ও ব্যক্তিগত গাড়ির ব্যবহার বৃদ্ধি পায়।

 

প্রতিটি এলাকা সমমানের বিদ্যালয় নিশ্চিত করা হলে হেঁটে বিদ্যালয়ে যাতায়াত সহজ হবে। এতে এলাকাভিত্তিক যানজট কমে যাবে, ব্যক্তিগত গাড়ির উপর নির্ভরতা কমে যাবে এবং জ¦ালানী সাশ্রয় হবে। সম্প্রতি গ্যাজেটেড হওয়া বিষদ অঞ্চল পরিকল্পনায় ‘বিদ্যালয়ভিত্তিক অঞ্চল ধারণা’ বাস্তবায়নের কথা বলা হয়েছে। এ ধারণাটি বাস্তবায়ন হলে হেঁটে বিদ্যালয়ে যাতায়াতের নিরাপদ পরিবেশ নিশ্চিত হবে।

 

 

বক্তারা আরো বলেন, ঢাকা শহরে ৬০ শতাংশ মানুষ কোন কোনভাবে হেঁটে যাতায়াত করে। ঢাকা আরবান ট্রান্সপোর্ট নেটওয়ার্ক ডেভেলপমেন্ট স্টাডি ২০১০ অনুযায়ী, ঢাকা শহরে ৩০ শতাংশ স্কুল ট্রিপ হয় হেঁটে। হেঁটে যাতায়াতের নানা প্রতিবন্ধকতা স্বত্বেও উল্লেখযোগ্য সংখ্যক মানুষ হেঁটে যাতায়াত করেন।

 

 

শিক্ষার্থীদের বিদ্যালয়ে হেঁটে যাতায়াতের পরিবেশ নিশ্চিত হলে সামগ্রিকভাবে সকল বয়স ও সামর্থ্যরে মানুষ উপকৃত হবেন। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ কর্তৃক একটি পথচারী নিরাপত্তা প্রবিধানমালা খসড়া করা হয়েছে। ড্যাপের পাশাপাশি এটিও দ্রæত প্রণয়ন সম্পন্ন করে বাস্তবায়ন করা জরুরি।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL