নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশ এক অন্তঃস্বত্ত্বা নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। তার নাম হালিমা বেগম (২৯)।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দিনগত রাতে উপজেলার গোপালদী পৌরসভার দাইরাদি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ১৫ দিন পরে হালিমার ডেলিভারির তারিখ ছিল।
স্বামীর পরিবারের লোকজন এ ঘটনাকে আত্মহত্যা বলে দাবি করছে। তবে পুলিশ বলছে, সন্দেহ রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ছয় বছর আগে শরিফপুর গ্রামের আব্দুল মান্নানের মেয়ে হালিমার বিয়ে হয় পাশের দাইরাদি গ্রামের সালাউদ্দিনের সঙ্গে। এই দম্পতির পাঁচ বছরের একটি ছেলে রয়েছে। হালিমা ৯ মাসের অন্তঃস্বত্ত্বা ছিলেন। তার ডেলিভারির তারিখও নির্ধারিত হয়েছিল। এরই মধ্যে দেখা দেয় পারিবারিক কলহ। বৃহস্পতিবার দিনগত রাতে বাথরুমের আড়ার সঙ্গে ঝুলতে দেখা যায় হালিমা বেগমকে। অন্তস্বত্ত্বা নারীর ফাঁসিতে ঝুলে থাকা অবস্থায় সংবাদ পেয়ে গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। শুক্রবার সকালে লাশ ময়না তদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।