বন্দরে সুদের টাকা দিতে ব্যার্থ হয়ে অভিমান করে ফয়সাল (৪০) নামে এক চা দোকানী ভাড়াটিয়া ঘরের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
শুক্রবার (২১ অক্টোবর) দুপুর ১টায় বন্দর থানার রাজবাড়ী এলাকায় এ ঘটনাটি ঘটে।
আত্মহত্যাকারি চা দোকানী ফয়সাল উক্ত এলাকার মৃত সামছুদ্দিন মিয়ার ছেলে। আত্মহত্যার ঘটনার সংবাদ পেয়ে বন্দর থানা ও বন্দর ফাঁড়ী পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
এ ব্যাপারে আত্মহত্যাকারি চা দোকানী স্বজনরা বাদী হয়ে ঘটনার ওই দিন রাতে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে।
এলাকাবাসী তথ্য সূত্রে জানা গেছে. বন্দর রাজবাড়ী এলাকার ২ সন্তানের জনক ফয়সাল জিবীকার তাগিদে শ্রমকল্যানের সামনে দীর্ঘ দিন ধরে একটি চায়ের দোকান দিয়ে কোন মতে সংসার চালিয়ে আসছে। সংসারের অভাব অনাটনের কারনে চা দোকানী বিভিন্ন লোকজনের কাছ থেকে সুদে টাকা নেয়। এক পর্যায়ে সময় মত সুদের টাকা পরিশোধ করতে না পারার কারনে পাওনাদাররা ক্ষিপ্ত হয়ে দেনাদারের সাথে অশুভ আচরন করে।
এ ছাড়াও সংসারের অভাব অনাটনের কারনে আত্মহত্যাকারি চা দোকানীর স্ত্রী সুমী বেগম গত ২ দিন পূর্বে তাদের সন্তানদের নিয়ে তার পিত্রলয়ে চলে যায়। এ ঘটনায় মনের ক্ষোভে ২ সন্তানের জনক ফয়সাল গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।
এ ব্যাপারে বন্দর ফাঁড়ী এসআই আলমগীর গনমাধ্যমকে জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। সে সাথে আমরা আত্মহত্যার কারন জানার চেষ্টা চালাচ্ছি