1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
রূপগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ - সকাল নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ন

রূপগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১০৮ Time View
  • সকাল নারায়নগঞ্জ

 

 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে রূপগঞ্জ উপজেলার ভোলাব বাজারে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

 

জেলা প্রশাসনের দায়িত্বরত ম্যাজিস্ট্রেট এ.এম ইশমামের নেতৃত্বে বৃহস্পতিবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

 

অভিযানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কামরুল হাসান মারুফ, সার্ভেয়ার জামাল উদ্দিন, ভোলাব ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা কামরুল হাসানসহ ২৫ জন পুলিশ সদস্য। এ সময় কাঞ্চন-ডাঙ্গা সড়কের ভোলাবো বাজার ও সড়কের উভয় পাশে গড়ে উঠা শতাধিক অবৈধ স্থাপনা বুলড্রেজার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।

 

রূপগঞ্জ (ভুমি) অফিসের সার্ভেয়ার জামাল উদ্দিন জানান, উপজেলার কাঞ্চন-ডাঙ্গা সড়কে ভোলাব বাজার ও সড়কের উভয় পাশে গড়ে  উঠা শতাধিক অবৈধ স্থাপনার  কারনে প্রায় সময়ই যানজট লেগে থাকায় ভোগান্তির শিকার হয় পথচারীরা।

 

যানজটমুক্ত সড়ক ও পথচারীদের সহজ চলাচলের জন্য এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় ছোট বড় সব মিলিয়ে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা বুলড্রোজার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।

 

এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান সার্ভেয়ার জামাল উদ্দিন।

 

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL