আড়াইহাজারে ১ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৮ অক্টোবর) দিনব্যাপী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তারের নেতৃত্বে উপজেলার গোপালদী পৌরসভার মৌলভী বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। এই সময় তিতাস গ্যাসের ম্যানেজার মো. মাসকুদুর রহমান, মো. এমদাদ হোসেন উপস্থিত ছিলেন।
নরসিংদী তিতাস গ্যাসের ডিজিএম প্রকৌশলী নাছিমুল ইসলাম জানান, অভিযানের সময় মৌলভী বাজারের ২টি বড় সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে ১ হাজার পরিবারের আবাসিক গ্যাস সংযোগ ছিল।
তিনি আরো জানান, এই ২টি লাইন থেকে মৌলভী বাজার, নগর ডৌকাদি, বিবিরকান্দিসহ আশেপাশের ৫/৬টি গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে অবৈধভাবে এই গ্যাস চালিয়ে আসছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।