নারায়নগঞ্জের আড়াইহাজারে একটি রেস্টুরেন্ট ও বেকারীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়।
মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান। এসময় বাজার কর্মকর্তার প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।
সেলিমুজ্জামান জানান, বাজার তদারকির সময় আড়াইহাজার থানার পাশে ফ্রিজে বাসি খাবার রাখায় এবং বাসি খাবারের সাথে কাঁচা মাংস রাখার অপরাধে ঢাকা কাবাব রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার আইনের ৪৩ ধারায় ২০ হাজার টাকা এবং অনুমোদনহীন ভাবে খাদ্যপন্য তৈরি ও পন্যের গায়ে মুল্য তালিকা না থাকায় মায়ের দোয়া বেকারিকে নগদ ২০ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে।