বন্দরে কিস্তির ঋন পরিশোধ করতে ব্যার্থ হয়ে নিজ ঘরের আঁড়ার সাথে ফাঁস লাগিয়ে ২ সন্তানের জননী প্রতিবন্ধী আঁখি বেগম (৩৪) আত্মহত্যা করেছে।
সোমবার (১৭ই অক্টোবর) সকাল সাড়ে ৮টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের উত্তর নরর্পদী এলাকায় এ আত্মহত্যার ঘটনাটি ঘটে।
আত্মহননকারি প্রতিবন্ধী গৃহবধূ আঁখি বেগম একই এলাকার মাছ বিক্রেতা আসলাম মিয়ার স্ত্রী। এলাকাবাসীর মাধ্যমে আত্মহত্যার ঘটনার খবর পেয়ে মদনগঞ্জ ফাঁড়ী এসআই সিহাব আহাম্মেদসহ সঙ্গীয় র্ফোস দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ঘটনায় আত্মহননকারি গৃহবধূ বড় ভাই আল-অমিন মিয়া বাদী হয়ে লাশ উদ্ধারের ওই দিন দুপুরে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করে।
এ ছাড়াও আত্মহননকারি গৃহবধূর স্বজনরা বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট লিখিত আবেদন করলে সংশ্লিষ্ট প্রশাসন লিখিত আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তের লাশ দাফন অনমতি প্রদানের পর ওই দিন বিকেল নিহতের স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তর করে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কিস্তির ঋন পরিশোধ করতে ব্যার্থ হয়ে অভিমান করে নিজ ঘরের আঁড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে মানসিক প্রতিবন্ধী গৃহবধূ আঁখি বেগম আত্মহত্যা করে। এ ছাড়াও আত্মহননকারি গৃহবধূ আঁখি বেগম দীর্ঘ দিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিল ।