1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ মুন্সী মশিয়ার রহমান পঞ্চমুখী প্রসংশায় হাসি মুখে বিদায় - সকাল নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন

নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ মুন্সী মশিয়ার রহমান পঞ্চমুখী প্রসংশায় হাসি মুখে বিদায়

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ১৬৯ Time View
  • সকাল নারায়নগঞ্জ

 

নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ মুন্সী মশিয়ার রহমান পঞ্চমুখী প্রসংশায় হাসি মুখে বিদায় নিয়েছেন। বিদায়ি সংবর্ধনাও দিয়েছে জেলা আইনজীবী সমিতি।

 

গত ১০ অক্টোবর আইন বিভাগের সিনিয়র সহকারী সচিব মোর্শেদ আল মামুন ভূইয়ার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মুন্সী মশিয়ার রহমানকে হাইকোর্ট বিভাগের রেজ্রিস্টার হিসেবে পদোন্নতি দেওয়া হয়।

 

বুধবার (১২ অক্টোবর) দুপুরে ডিজিটাল বার ভবনে এ সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. হাসান ফেরদৌস জুয়েল।

 

বিদায়ীর বক্তব্যে মুন্সী মশিয়ার রহমান বলেন, নারায়ণগঞ্জ মানুষ সবচেয়ে ভালো মানুষ। আমি বাংলাদেশের সব বঙ্গে কাজ করেছি। কিন্তু এতো স্বাচ্ছন্দবোধ ভাবে কোন জায়গায় করেনি। আপনারা আমার জন্য দোয়া করবেন।

 

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রবিউল আলম রনির সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌস, নারাী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক নাজমুল হক শ্যামল, পিপি মনিরুজ্জামান বুলবুল, পিপি রকিবউদ্দিন রকিব, জিপি মেরিনা বেগম, বারের সাবেক সাধারণ সম্পাদক খোকন সাহা প্রমুখ।

 

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL