সকাল নারায়ণগঞ্জ
রূপগঞ্জে তিতাসের ২৯ কোটি ৪০ লাখ টাকা বকেয়া বিল পরিশোধ না করায় অন্তিম নিটিং ডাইং এন্ড ফিনিশিং লিমিটেড নামে একটি শিল্প কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমান আদালত।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কামরুল আহসান মারুফ এর নেতৃত্বে ও আইন শৃংখলা বাহিনীর সহায়তায় বৃহস্পতিবার দুপুরে উপজেলার বরপা এলাকায় অন্তিম গ্রুপের শিল্প প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালিত হয়। এ সময় কারখানাটির গ্যাস সংযোগের মূল রাইজার খুলে জব্দ করে তিতাস কর্তৃপক্ষ।
তিতাসের আঞ্চলিক বিপনন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো: সুরুজ আলম জানান, বার বার সুযোগ দেয়ার পরেও মালিকপক্ষ কারখানার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের বকেয়া ও নিয়মিত মাসিক বিল দীর্ঘদিন ধরে পরিশোধ করছে না।
কিস্তি সুবিধা দেয়া হলেও বিল পরিশোধে অনীহা প্রকাশ করছে তারা। যে কারণে প্রতিষ্ঠানটির গ্যাাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। তবে বকেয়া বিল পরিশোধ করা হলে পুনরায় সংযোগ প্রদান করার আশ্বাস দেন তিতাসের এই কর্মকর্তা।