ভুমিদস্যুতার বিরুদ্ধে মানববন্ধন করেছেন রূপগঞ্জ উপজেলার দক্ষিণবাগ গ্রামের শত শত নারী-পুরুষ।
গতকাল বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রূপগঞ্জ-ক্ষিলখেত সড়কের দক্ষিণবাগ এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে হয়রানীর শিকার দক্ষিণবাগ গ্রামের বাসিন্দা মোতালিব মাস্টারের ছেলে রিপন অভিযোগ করে বলেন, একই গ্রামের বাসুর ছেলে ভুমিদস্যু রাশেদুল ইসলাম রাসেলসহ স্থানীয় সন্ত্রাসীরা তাদের সমবায় ভিত্তিক একাধিক মাছের ঘেঁর থেকে চাঁদা দাবি করে আসছে।
শুধু তাই নয়, চাঁদা না দেয়ায় দলবল নিয়ে জমিসহ ওই খামার দখলের চেষ্টা করছে। তাতে বাঁধা দিলে মামলা দিয়ে হয়রানী করার হুমকি দেয়। একই গ্রামের অপর বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে ভুক্তভোগী আজিজুল বলেন, রাসেলের অন্যায়ের বিরুদ্ধে কেউ কথা বললেই বাড়িঘরে হামলা চালায়।
নিরীহদের মামলা দিয়ে হয়রানী করে। এসময় গ্রামের কয়েক শতাধিক নারী পুরুষ মানববন্ধনে অংশ নিয়ে প্রতিবাদ জানিয়েছেন।
এসব অভিযোগ বিষয়ে জানতে চাইলে রাশেদুল ইসলাম রাসেল বলেন, তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। একটি মহল এলাকাবাসীকে ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে ক্ষিপ্ত করে তুলেছে।
রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ জানান, রাশেদুলের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযোগ আসছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।