অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাম্মৎ রহিমা আক্তার বলেন, ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এক বিশেষ আইনের মাধ্যমে শিল্পকলা একাডেমি গঠন করেন।
বাংলাদেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে ১৯৭৪ সালে যে শিল্প, সংস্কৃতি সুষ্ঠ বিকাশের যে চর্চার ক্ষেত্র তৈরি করেছেন তারই ধারাবাহিকতায় আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি জেলায় শিল্পকলা একাডেমি নির্মাণ করে দিয়েছেন বর্তমান এবং আগামী প্রজন্মের সুষ্ঠ সংস্কৃতির বিকাশের জন্য।
যেকোনো জাতির সুষ্ঠ সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে, মানবিক গুণাবলি বিকাশের ক্ষেত্রে শিল্প সংস্কৃতি অপরিহার্য।
রোববার (২৫ সেপ্টম্বর) বিকালে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডিমেতে নব নির্মিত নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি ভবনের উদ্বোধন উপলক্ষে ৪ দিন ব্যাপি উদ্বোধনী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন , যাদের মধ্যে শিল্প সংস্কৃতি ছোঁয়া আছে তারা কোনো অন্যায় করতে পারে না। তারা কোনো অপরাধে সম্পৃক্ত হতে পারে না। তাদের মধ্যে যে দ্যুতি চারদিকে ছড়িয়ে পড়ে নিজেরা আলোকিত হয়ার পশাপাশি চারপাশকে আলোকিত করে। তাদের সান্নিধ্যে থাকলে অন্ধকার থাকতে পারে না।