সকাল নারায়ানগঞ্জঃ সিদ্ধিরগঞ্জে ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৩ জানুয়ারী) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের আজিবপুর বাগানবাড়ী রেল লাইন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জাহিদ (২২) ওরফে রাডার আজিবপুর বাগানবাড়ী এলাকার রহমানের ছেলে। এসময় একই এলাকার মৃত আয়নাল ও মাদক সম্রাজ্ঞী জোসনার ছেলে মাদক ব্যবসায়ী মানিক (২৮) পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানায়, সোমবার সন্ধ্যায় সহকারী উপ-পরিদর্শক হেমায়েত উদ্দিন ও হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে আজিবপুর বাগানবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৩২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী জাহিদ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার দুপুরে তাকে মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।