নারায়ণগঞ্জে রুট পারমিট ও ফিটনেস বিহীন পরিবহনের বিরুদ্ধে অভিযানে মৌমিতা পরিবহনের ৪টি বাসকে ডাম্পিংয়ে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৫ সেপ্টেম্বর) মৌমিতা পরিবহনের আরো ৪টি বাসকে ডাম্পিংয়ে পাঠিয়েছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত।
এরই পরিপেক্ষিতে জেলা প্রশাসক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহানকে ধন্যবাদ জানিয়েছেন নারায়নগঞ্জের সুশীল সমাজ,ভুক্তভোগী পথচারীরা এবং স্থানীয় জনতা।
জানা যায় শহরের শান্তনা মার্কেটের সামনে এবং রাইফেল ক্লাবের সামনে মৌমিতা বাস প্রায়ই যানজট সৃষ্টি করেন এছাড়া গাড়ি থামিয়ে হেল্পারদের সাথে ট্রাফিকের এক প্রকার হাত মিলিয়ে সম্পর্ক দেখা যায়। কিন্ত এই হাত মিলানোর বিতরেই রয়েছে আসল রহস্য যা সকাল নারায়নগঞ্জের পূর্ব প্রতিবেদনগুলোতে তোলা ধরা হয়েছিল।
আশেপাশের ব্যবসায়ী এবং কিছু জনতা বলেন,যে তারা প্রতিদিন ট্রাফিককে মৌমিতা বাসের হেল্পারদের থেকে হাত মিলিয়ে টাকা নিতে দেখেন। এসপি সাহেব যদি এখানে আশেপাশে থাকা সিসি ক্যামেরা গুলো একটু লক্ষ্য করে দেখেন তাহলে হেল্পারদের সাথে ট্রাফিকের হাত মিলানোর আসল রহস্য বেরিয়ে আসবে।