ফতুল্লার কাশীপুর চরনরসিংহপুর এলাকার বাসিন্দা আলী হোসেন মিয়ার তিন ছেলে মেয়ের মধ্যে দ্বিতীয় ছেলে রাব্বি (১৫) কিডনি রোগে আক্রান্ত হয়েছে। দীর্ঘদিন ধরে যথোপযুক্ত প্রয়োজনীয় চিকিৎসা করতে না পেরে বর্তমানে তার অবস্থা খুবই সঙ্কটাপন্ন।
বর্তমানে রাব্বি বাংলাদেশ শেখ মজিবুর মেডিকেল ইউনির্ভাসিটি হাসপাতালে কিডনি রোগ বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা: সোয়েব নোমানীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
সহায় সম্বলহীন দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনশীল আলী হোসেন একটি চাউলের দোকানে লেবারের কাজ করে পরিবার চালাতে হিমশীম খাচ্ছে । তার মধ্যে দ্বিতীয় ছেলে রাব্বির এই ব্যয়বহুল চিকিৎসার জন্য টাকার প্রয়োজন।
তার চিকিৎসাব্যয় বহন করে ইতোমধ্যে পরিবারটি সর্বস্বান্ত হয়ে পড়েছে। স্বল্প সময়ে চিকিৎসা না হলে তার জীবন প্রদীপ নিভে যেতে পারে। এমন পরিস্থিতিতে চিকিৎসার জন্য সমাজের স্বচ্ছল মানুষদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন অসহায় পিতা আলী হোসেন। প্রয়োজনে আলী হোসেন, মোবাইল : ০১৬৩০-৪৫৭৪০০।
হৃদয়বান ব্যক্তিরা রাব্বির পাশে দাঁড়ালে আবার সে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।