নারায়ণগঞ্জের বন্দরে একটি আবাসন প্রকল্পের ৮টি বাড়ির ৫৭টি চূলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কতৃপক্ষ।
একই সাথে বাড়ির মালিকদের ৭৫ হাজার টাকা জরিমানাসহ বিপুল পরিমান অবৈধ পাইপ ও রাইজার জব্দ করে ভ্রাম্যমান আদালত।
উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুরাইয়া ইয়াসমিনের নেতৃত্বে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডে আমিন হাউজিংয়ের দুইটি ব্লকে এই অভিযান পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান, আবাসন প্রকল্পটির অধিকাংশ বাড়ির মালিকরা তিতাসের নির্ধারিত সংযোগের চেয়ে দুই থেকে তিন গুণ চূলা বসিয়ে অবৈধভাবে গ্যাস ব্যবহার করে আসছেন। ফলে আশপাশের বৈধ গ্রাহকরা গ্যাস সংকটে ভুগছেন সরকার বঞ্চিত হচ্ছে রাজস্ব আয় থেকে। পর্যায়ক্রমে সকল অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে জানান তিতাসের উপ-মহাব্যবস্থাপক।