সকাল নারায়ানগঞ্জঃ শনিবার (১২ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আড়াইহাজারের বালিয়াপাড়া এলাকা থেকে আজিজুল (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আটককৃত আজিজুল আড়াইহাজারের বালিয়াপাড়া এলাকার আব্দুল আউয়ালের ছেলে।
আড়াইহাজার থানার এসআই সিরাজুল ইসলাম জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল বলে পুলিশের কাছে তথ্য ছিল। এরই পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াপাড়া এলাকায় অভিযান চালানো হয়। রোববার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে তাকে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়।