1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
নিট গার্ডেন গার্মেন্টস শ্রমিকরা মিথ্যা মামলা প্রত্যাহারসহ ১৭ দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল - সকাল নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৬:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
মুরাদনগরে নারী ধর্ষণ ও নিপীড়নের ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন জুলাই অপরাধীদের তালিকা না দেয়াও অপরাধ বন্দর উপজেলা বিএনপির সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলকে নিয়ে অবমাননাকর আচরণের তীব্র নিন্দা অসুস্থ বিএনপি নেতা লাভলুর পাশে জমিয়তের মুফতি মনির কাসেমী ধর্ষণ-নিপীড়ন বন্ধে ব্যর্থ অর্ন্তবর্তী সরকারও জুলাই অপরাধী-দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ ও বিচার করুন  জাতীয় সম্পদ ও সার্বভৌমত্ব রক্ষায় রোডমার্চ নারায়ণগঞ্জের চিটাগাং রোড ও মোগরাপাড়া চৌরাস্তায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জগন্নাথদেবের রথযাত্রা উৎসবে এসপির অংশগ্রহণ  মুসলিম ভূখন্ডে ইসরাইলী হামলার প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর বিক্ষোভ মিছিল। পুরো প্রজন্ম ধ্বংস করতে একজন মাদকাসক্তই যথেষ্ট: মাওলানা ফেরদাউসুর রহমান 

নিট গার্ডেন গার্মেন্টস শ্রমিকরা মিথ্যা মামলা প্রত্যাহারসহ ১৭ দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৮৫ Time View
  • সকাল নারায়নগঞ্জ

 

ফতুল্লা তাগারপাড়ে অবস্থিত নিট গার্ডেন গার্মেন্টস শ্রমিকরা মিথ্যা মামলা প্রত্যাহারসহ ১৭ দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার (২৫ আগষ্ট) বেলা ১২ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল করে শ্রমিকরা।

 

নিট গার্ডেন শ্রমিক আলতাফের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ,  বাসদ জেলা কমিটির সদস্য বেলায়েত হোসেন, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এস এম কাদির, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সিদ্ধিরগঞ্জ থাানার সভাপতি রুহুল আমিন সোহাগ, গাবতলী-পুলিশ লাইন শাখার সহসভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, কাঁচপুর শিল্পাঞ্চল শাখার সহসভাপতি আনোয়ার খান, রিকশা সংগ্রাম পরিষদের জেলার সমন্বয়ক মেহেদী হাসান, কারখানার শ্রমিক মুক্তার, জসীম, সবুজ, বাপ্পী, বিনা।

 

নেতৃবৃন্দ বলেন, নিট গার্ডেন গার্মেন্টসে ২০১৮ সালে সরকার ঘোষিত ন্যূনতম মজুরি আজও বাস্তবায়ন হয়নি। বর্তমান নিত্যপণ্যের উচ্চ মূল্যের সময়ে শ্রমিকরা তাদের মজুরি বৃদ্ধির জন্য কর্তৃপক্ষের সাথে কথা বললে এজিএম ইলিয়াস ও কম্পøায়েন্স ম্যানেজার রনি বহিরাগত সন্ত্রাসী ডেকে এনে শ্রমিকদের মারধর করে। শুধু তাই নয় শ্রমিকরা যাতে মজুরি বৃদ্ধি নিয়ে উ”চবাচ্য না করে তাই শ্রমিকদের নামে ফতুল্লা থানায় হয়রানিমূলক মামলা দায়ের করেছে। শ্রমিকরা একদিকে কম মজুরির কারণে অর্ধাহারে জীবনযাপন করছে তার উপর এখন মামলার ভয়ে ভীতসন্ত্রস্ত হয়ে বাড়িঘরে থাকতে পারছে না।

 

নেতৃবৃন্দ আরও বলেন, নিট গার্ডেন কারখানাটিতে শ্রম আইন মানা হয় না। কারখানার সকল শ্রমিকদের নিয়োগপত্র পরিচয়পত্র দেয়া হয় না। নারী শ্রমিকদের মাতৃত্বকালীন সবেতন ছুটি দেয়া হয় না। শ্রমিকরা অর্জিত ছুটি পায় না। শ্রমিকরা অবসর নিলে, ছাঁটাই হলে আইনানুগ প্রাপ্য পাওনাদি পরিশোধ করা হয় না। এর উপর আছে অকথ্য গালিগালাজ, নির্যাতন। শ্রমিকরা কারখানায় তাদের বহুমুখী সংকট নিরসনে মালিক কর্তৃপক্ষের কাছে ১৭ দফা দাবি দিয়েছে।

 

এ সময় নেতৃবৃন্দ অবিলম্বে শ্রমিকদের নামে দায়েরকৃত ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যাহারসহ ১৭ দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানান।

 

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL