ফতুল্লা তাগারপাড়ে অবস্থিত নিট গার্ডেন গার্মেন্টস শ্রমিকরা মিথ্যা মামলা প্রত্যাহারসহ ১৭ দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার (২৫ আগষ্ট) বেলা ১২ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল করে শ্রমিকরা।
নিট গার্ডেন শ্রমিক আলতাফের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, বাসদ জেলা কমিটির সদস্য বেলায়েত হোসেন, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এস এম কাদির, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সিদ্ধিরগঞ্জ থাানার সভাপতি রুহুল আমিন সোহাগ, গাবতলী-পুলিশ লাইন শাখার সহসভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, কাঁচপুর শিল্পাঞ্চল শাখার সহসভাপতি আনোয়ার খান, রিকশা সংগ্রাম পরিষদের জেলার সমন্বয়ক মেহেদী হাসান, কারখানার শ্রমিক মুক্তার, জসীম, সবুজ, বাপ্পী, বিনা।
নেতৃবৃন্দ বলেন, নিট গার্ডেন গার্মেন্টসে ২০১৮ সালে সরকার ঘোষিত ন্যূনতম মজুরি আজও বাস্তবায়ন হয়নি। বর্তমান নিত্যপণ্যের উচ্চ মূল্যের সময়ে শ্রমিকরা তাদের মজুরি বৃদ্ধির জন্য কর্তৃপক্ষের সাথে কথা বললে এজিএম ইলিয়াস ও কম্পøায়েন্স ম্যানেজার রনি বহিরাগত সন্ত্রাসী ডেকে এনে শ্রমিকদের মারধর করে। শুধু তাই নয় শ্রমিকরা যাতে মজুরি বৃদ্ধি নিয়ে উ”চবাচ্য না করে তাই শ্রমিকদের নামে ফতুল্লা থানায় হয়রানিমূলক মামলা দায়ের করেছে। শ্রমিকরা একদিকে কম মজুরির কারণে অর্ধাহারে জীবনযাপন করছে তার উপর এখন মামলার ভয়ে ভীতসন্ত্রস্ত হয়ে বাড়িঘরে থাকতে পারছে না।
নেতৃবৃন্দ আরও বলেন, নিট গার্ডেন কারখানাটিতে শ্রম আইন মানা হয় না। কারখানার সকল শ্রমিকদের নিয়োগপত্র পরিচয়পত্র দেয়া হয় না। নারী শ্রমিকদের মাতৃত্বকালীন সবেতন ছুটি দেয়া হয় না। শ্রমিকরা অর্জিত ছুটি পায় না। শ্রমিকরা অবসর নিলে, ছাঁটাই হলে আইনানুগ প্রাপ্য পাওনাদি পরিশোধ করা হয় না। এর উপর আছে অকথ্য গালিগালাজ, নির্যাতন। শ্রমিকরা কারখানায় তাদের বহুমুখী সংকট নিরসনে মালিক কর্তৃপক্ষের কাছে ১৭ দফা দাবি দিয়েছে।
এ সময় নেতৃবৃন্দ অবিলম্বে শ্রমিকদের নামে দায়েরকৃত ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যাহারসহ ১৭ দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানান।