1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
জাতির পিতার কন্যার বক্তব্যের পর আমার তিনদিন ঘুম হয়নি - এমপি শামীম ওসমান - সকাল নারায়ণগঞ্জ
শনিবার, ২৯ মার্চ ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
উপজেলা কমপ্লেক্স হাফিজিয়া মাদ্রাসার ২জন হাফেজের সনদ ও সম্মানী প্রদান ঈদ উল ফিতর উপলক্ষে কর্মহারা ও অসচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন শকু লাঙ্গলবন্দে অষ্টমী স্নান উদযাপন অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করলেন ডিসি না:গঞ্জ জাগ্রত যুব সংসদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ  রাতের আধারে নারায়ণগঞ্জ বন্দর ১ নং খেয়াঘাট অসহায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী উপহার  মদনগঞ্জ দারুস সালাম মাদ্রাসার শিক্ষার্থীদের ঈদ সালামি ও ঈদ সামগ্রী প্রদান করেন সেলিনা সুলতানা শিউলী  ঈদে ঘরমুখী মানুষ যেন হয়রানির শিকার না হয় – মুফতি মাসুম বিল্লাহ আড়াইহাজারে “স্বপ্নের দোকান” ও শহর বাইপাস সড়কের শুভ উদ্বোধন করলেন ডিসি  আড়াইহাজারে আর্থিক সহায়তা প্রদান ও ঈদ সামগ্রী বিতরণ করলেন ডিসি  ঈদ উপলক্ষে ৫০০ সুবিধাবঞ্চিত শিশুকে নতুন জামা উপহার দিলেন খোরশেদ 

জাতির পিতার কন্যার বক্তব্যের পর আমার তিনদিন ঘুম হয়নি – এমপি শামীম ওসমান

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ১২০ Time View
  • সকাল নারায়নগঞ্জ

 

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, একাত্তরের ঘণ্টা নারায়ণগঞ্জ থেকে বেজেছে। ঊনসত্তরের ঘণ্টাও বেজেছে।

 

ছাত্রলীগ, বঙ্গবন্ধুর ঘণ্টাও নারায়ণগঞ্জ থেকে বেজেছে। প্রয়োজনে আবারও নারায়ণগঞ্জ থেকে ঘণ্টা বাজানো হবে।

 

কথায় কথায় বলে রাজপথ দখল করবে। যদি পুরুষ হয়ে থাকিস, পুরুষ বা নারীর মধ্যে তো কিছু একটা আছে।

 

ওইটাও যদি হয়ে থাকেন নামেন মাঠে। আমাদের শরীরে জং ধরে গেছে। আসুন মাঠে নামি। ঢাকায় নামবেন, আমরা নারায়ণগঞ্জ থেকে ঢাকা গিয়ে দেখা করে আসবো।

 

সোমবার (২২ আগষ্ট) রাতে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের কর্মীসভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।

 

শামীম ওসমান বলেন, ওরা আঘাত করতে আসবেই। আগে কোমরে অনেক কিছু থাকত, শক্তি। এখন আমার শক্তি একটাই। সেটা আল্লাহ। মৃত্যুতো আসবেই। কিন্তু দেশের সাথে বেঈমানি করব না।

 

তিনি  বলেন, জাতির পিতার কন্যার বক্তব্যের পর আমার তিনদিন ঘুম হয়নি। যখন শেখ হাসিনা বলেছেন, আমি জানি আমার বাবার লাশ দুই দিন পড়েছিল। রিলিফের কাপড় দিয়ে আমার বাবাকে কবর দেওয়া হয়েছিল। আমি জানি আমি মরে গেলেও কিছু হবে না। আমি এই কথা নিতে পারিনি। কারন আমি তাকে ভালোবাসি। তার মতো আল্লাহওয়ালা দেশপ্রেমিক মানুষ কম দেখেছি।

 

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বলেন, নেত্রী বলেছিল যখনই হতাশ হবা রাসূল (সা.) এর জীবনী পড়বা। গভীর রাত পর্যন্ত তিনি মানুষের জন্য কাজ করেন। আর তিনি মরে গেলে কিছু হবে না? আপনি যেভাবে মানুষকে ছাদ দিয়েছেন, খাবার দিয়েছেন। তাদের হাত আল্লাহ কবুল করবে। তারা ষড়যন্ত্র করবে কিন্তু পারবে না। শয়তান আল্লাহর সঙ্গে জিতে না।

 

শামীম ওসমান বলেন, ২০২৪ সালের নির্বাচনে বেঁচে থাকি আর না থাকি ক্ষমতায় শেখ হাসিনাই থাকবে। চ্যালেঞ্জ করে বললাম। নামতে দেন। লগি বৈঠা দেখেছেন। আরও অনেক কিছু দেখবেন। জনগণের ভোটে ক্ষমতায় আসেন। কোনো আপত্তি নেই।

 

পেছনের দরজা দিয়ে আসতে যদি চেষ্টা করেন, পারবেন না। আমাদের প্রস্তুত থাকতে হবে। এ যুদ্ধ হবে দেশ বাঁচানোর যুদ্ধ।

 

তিনি বলেন, নিজেদের অবস্থান ক্লিয়ার করুন। যাদের সঙ্গে ভালো সম্পর্ক বুঝিয়ে বলুন। বিএনপির মুক্তিযোদ্ধাদের বলবো আসুন। এখন হাতে হাত রেখে দেশ বাঁচানোর সময়। আমরা ভালো মানুষগুলোকে একসাথে নিয়ে একটি উন্নত বাংলাদেশ বানাতে চাই।

 

নারায়ণগঞ্জের এই সংসদ সদস্য বলেন, সকলে ঘুম থেকে ওঠেন। ক্ষমতার চর্বি গায়ে লাগাবেন না। ওরা ধর্মের নামে একাত্তর সালে মানুষ মেরেছে। ওরা এখন বড় বড় কথা বললে আমরা কি শুনবো? আপনারা শুধু শেখ হাসিনার জন্য দোয়া করবেন। আমার কেন যেন মনে হয় আমি বেশিদিন নেই। মনের মধ্যে ঢুকে গেছে এটা। তাই আপনাদের সকলের কাছে ক্ষমা চাই।

 

এসময় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL