1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
কি করছে নারায়নগঞ্জের ট্রাফিক বিভাগ? - সকাল নারায়ণগঞ্জ
সোমবার, ৩১ মার্চ ২০২৫, ০২:১৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী আন্দোলন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন ডিসি অপকর্ম এড়াতে চাষাড়ার বিভিন্ন পয়েন্টে লাগানো হচ্ছে সিসি ক্যামেরা  ঈদ সামগ্রী বিতরণ শহর উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৯ নং ওয়ার্ডের ইফতার মাহফিল অনুষ্ঠিত ফেনসিডিল ও গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ সাবেক কাউন্সিলর পবিবারের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ উপজেলা কমপ্লেক্স হাফিজিয়া মাদ্রাসার ২জন হাফেজের সনদ ও সম্মানী প্রদান ঈদ উল ফিতর উপলক্ষে কর্মহারা ও অসচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন শকু

কি করছে নারায়নগঞ্জের ট্রাফিক বিভাগ?

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ১২১ Time View
  • সকাল নারায়নগঞ্জ

 

নারায়নগঞ্জের মূল সড়কে ব্যাটারিচালিত রিক্সা না চললেও স্থানীয় সড়কগুলোতে বেশ বেপরোয়া ভাবেই চলছে ব্যাটারি চালিত রিক্সা। ২০১৭ সালে রাজধানীতে ব্যাটারিচালিত রিক্সা বন্ধে হাইকোর্টের নির্দেশনা থাকলেও তা উপেক্ষা করে বিভিন্ন অলিতে-গলিতে এখনো চলছে এই ব্যাটারিচালিত রিক্সা। যার ফলে যানজট ও লোডশেডিংয়ের পাশাপাশি ছোট-বড় দুর্ঘটনাও ঘটছে অহরহ।

হাইকোর্টের নির্দেশ অমান্য করে কিছু অসাধু ব্যক্তি ব্যাটারিচালিত রিক্সার ব্যবসা করে যাচ্ছে। ব্যাটারিচালিত সে রিক্সা পুলিশের চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জের প্রধান প্রধান সড়কসহ চাষাঢ়ার অলিতে গলিতে যাত্রী বহন করে চলছে। আর প্যাডেলচালিত রিকশার চেয়ে এর গতি বেশি হওয়ায় দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনার শিকার অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন। এতে অনেক পরিবারই নিঃস্ব হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে বার বার নিষিদ্ধের কথা বলা হলেও বাস্তবে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। বরং দিন দিন এসব যানের সংখ্যা বাড়ছেই।

 

বলা যায়, মহানগরীর সব পথে ব্যাটারির রিক্সা চলাচল করায় চাষাঢ়া শহর এই অবৈধ রিকশার দখলে চলে গেছে।

নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সরেজমিন ঘুরে দেখা গেছে, নিষিদ্ধ ব্যাটারিচালিত রিকশা শহরে বেশ দাপটের সাথেই চলছে। অবৈধ ব্যাটারি চালিত রিকশা চলাচল করতে দেখলেই পুলিশ আটক করলেও বাহনগুলোর চলাচল অব্যাহত রয়েছে।

 

নারায়নগঞ্জের চাষাঢ়া,২নং রেল গেইট,খানপুরসহ বেশ কয়েকটি সড়কে রিক্সা চলাচল করতে দেখা গেছে। আগে ট্রাফিক বিভাগ অবৈধ ব্যাটারিচালিত রিকশা আটক করলেও এখন আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই দাপিয়ে চলাচল করছে।

এব্যাপারে জানতে চাইলে নারায়নগঞ্জের টি’আই(১)করিম শেখ  সকাল নারায়নগঞ্জকে বলেন, ব্যাটারিচালিত রিকশা মহানগরীর প্রধান সড়কে চলাচল করা নিষিদ্ধ। প্রধান সড়কে রিকশা চলাচল করে না। তবে কোথাও চলাচল করে চালক ও মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

 

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL