সকাল নারায়ানগঞ্জঃ পঞ্চবটির পাইনিওর সোয়েটার ফ্যাক্টরির গোডাউন থেকে একটি বিরল প্রজাতির বন্য বিড়াল উদ্ধার করা হয়েছে। বন বিভাগের দাবি, প্রথমবারের মতো বাংলাদেশে এমন প্রজাতির বিড়াল উদ্ধার করা হলো।
গত ৫ তারিখ (রবিবার) রাতে সন্ধ্যা ৭ টার দিকে ওই গোডাউনে কর্মরত ইনচার্জ সঞ্জয় দেখেতে পেলে সহযোগীদের সহয়তার অনেক চেষ্ঠার পর বিড়ালটিকে ধরার চেষ্টা করে। বন্যপ্রাণীটি ধরার পরে বন বিভাগে খবর দিলে আজ মঙ্গলবার সকালে একটি উদ্ধারকারী দল বন্য বিড়ালটিকে উদ্ধার করে।
এ প্রসঙ্গে বনভিবাগ উদ্ধারকারী দলের সদস্য মাহামুদুল আল সুমন বেঙ্গল রিপোর্টকে জানায়, এর আগে কখনো বাংলাদেশে এমন প্রজাতির বিড়ালের দেখা মিলেনি। আপাতত বিড়ালটিকে বনবিভাগে নিয়ে যাওয়া হচ্ছে। বন্যবিভাগ কতৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।