ফতুল্লায় আরিফ (২৫) নামক এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বুধবার(৩ আগস্ট) সন্ধ্যায় নিহতের মৃত দেহ ফতুল্লা মডেল থানার দক্ষিন সস্তাপুরস্থ কাদিয়ানী মসজিদ সংলগ্ন কাজী আক্তারুজ্জামান সোহেলের বাড়ী থেকে উদ্ধার করে পুলিশ।
নিহত আরিফ ভোলা জেলার সদর থানার কালুপুরের বাবুল মাঝির পুত্র ও ফতুল্লা মডেল থানার দক্ষিন সস্তাপুরস্থ কাদিয়ানী মসজিদ সংলগ্ন কাজী আক্তারুজ্জামান সোহেলের বাড়ী ভাড়াটিয়া।
নিহতের স্ত্রী জান্নাত বেগম জানায়, বিগত ছয় বছর পূর্বে পারিবারিক ভাবে তাদের বিয়ে হয়। তাদের সংসারে হাবিবা নামক তিন বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। আর্থিক অভাব অনটনের জন্য চার মাস পূর্বে তারা গ্রামের বাড়ী ভোলা থেকে ফতুল্লা চলে এসে সপ্তাপুর হক বাজার সংলগ্ন সালামের বাড়ীর ভাড়াটিয়া হিসেবে বসবাস শুরু করে।
বিগত এক মাস পূর্বে পারিবারিক বিষয় এবং আর্থিক বিষয় নিয়ে তাদের মধ্যে মন মালিন্যের পাশাপাশি ঝগড়া হয়। এতে করে তার স্বামী বাসা থেকে বের হয়ে যায় । তিনদিন পূর্বে তার স্বামী দক্ষিন সস্তাপুরস্থ কাদিয়ানী মসজিদ সংলগ্ন কাজী আক্তারুজ্জামান সোহেলের বাড়ীতে একটি রুম ভাড়া নিয়ে একাই বসবাস করতে শুরু করে।
বুধবার বেলা বারোটার দিকে সে বাসায় প্রবেশ করে ঘরের দরজা -জানালা বন্ধ করে ঘরের আড়ার সাথে গলায় লুঙ্গি পেচিয়ে ফাঁস দিয়ে আত্নহত্যা করে।আশপাশের লোকজন কোন সারাশব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে তাকে সংবাদ দেয়।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মোস্তফা কামাল জানান, সংবাদ পেয়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি ঘটনাস্থলে গিয়ে
ঝুলন্ত দেহ নিচে নামিয়ে লাশের সুরহতাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।