নারায়ণগঞ্জ এসপি অফিসের পিছনে নতুন কোর্ট এলাকায় ইয়াকুব ওরফে হৃদয়ের শেল্টারে মাদকের কেনা বেঁচা চলে প্রকাশ্যে। এতে মাদকে আশক্ত হয়ে হুমকির মুখে পড়ছে যুব সমাজের স্বাভাবিক জীবন। আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান চললেও থেমে নেই মাদকের বেচা-কেনা।
নারায়নগঞ্জের চানমারী এলাকার বস্তি উচ্ছেদ হওয়ার পর মাদক ব্যবসায়ীরা সব এসপি অফিসের পিছনে নতুন কোর্ট এলাকায় ইয়াকুবের দারস্ত হয়েছেন।
নারায়নগঞ্জের চানমারী ও নতুন কোর্টের আশপাশের এলাকা মাদকের বাজার হিসেবে পরিচিত স্থানীয়দের কাছে। এখানে অনেকটা প্রকাশ্যেই বিক্রি হয় বিভিন্ন ধরনের মাদক দ্রব্য। স্থানীয় কিশোর, যুবকরা মাদকাসক্ত হয়ে পড়ছে।
ইয়াকুবের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।পুলিশ তাকে গ্রেফতার করলেও জামিন নিয়ে জেলখানা থেকে বের হয়ে সে আবার মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।
এইভাবেই চলতে থাকে মাদক সম্রাট ইয়াকুবের কর্মকান্ড।
শহরের জালকুড়ি,হাজিগঞ্জ,চানমারী,নতুন কোর্ট,শিবু মার্কেট,কায়েমপুর,ইসদাইর এলাকায় মাদক সম্রাট ইয়াকুব ইয়াবা ডেলিভারি দিয়ে থাকে।
এসব এলাকায় প্রতিনিয়তই চলে মাদক বিরোধী অভিযান। অভিযানে কিছু মাদক বিক্রেতা গ্রেফতার হলেও বড় ব্যবসায়ীরা রয়ে যায় ধরা-ছোঁয়ার বাইরে। যে কারনে মাদকের দৌরাত্ম কমছে না ।
এ ব্যপারে মাদকদ্রব্য অধিদপ্তরের সাথে যোগাযোগ করলে তারা সকাল নারায়ণগঞ্জ কে জানান, তারা অত্র এলাকা নজরদারিতে রাখবে এবং যথাযথ ব্যবস্থা গ্রহন করবে