সকাল নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া শহীদ মিনারে নারী ছিনতাইকারীদের আনাগোনা।
এরূপ নারী ছিনতাইকারীরা শহীদ মিনার হতে সাধারন মানুষকে তুলে নিয়ে গিয়ে তাদের সিন্ডিকেটের ১০-১২ জনের মাধ্যমে সর্বস্ব লোট করে নিয়ে যায়।
একদল নারী হওয়ার পড়েও ওরা ছিনতাই-চাঁদাবাজির মতো জঘন্য অপরাধে জড়িত! পোশাক পরিচ্ছেদ দেখে কখনোই অপরাধি বলে মনে না হলেও ওরা সাধারণ মানুষকে ভুল-বাল বুজিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। রাজনৈতিক দলের আশ্রয়ে-প্রশ্রয়ে থেকে অভিজাত বেশে ওরা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দাপিয়ে বেড়াচ্ছে নারায়ণগঞ্জে। দু‘একটি ঘটনায় পুলিশের হাতে এসব চক্রের সদস্যরা আটক হলেও অনেকেই ধরাছোঁয়ার বাইরে।
এই নারী ছিনতাইকারীরা সাধারন কোন মানুষকে দেখলেই তাদের কাছে ফোনে কথা বলার নাম করে ফোন নিয়ে পালিয়ে যায়।
আবার কখনো রাস্তা পার করে দেয়ার জন্য অনুরোধ করলে যখন পার করে দিতে যায় তখন সিএনজি কিংবা রিক্সার মাধ্যমে তাদের তুলে নিয়ে যায় গন্তব্যেস্থলে তারপর তাদের মারধর করে মোবাইল টাকা সব ছিনিয়ে নেয়।
স্থানীয়দের ভাষ্যমতে জানা যায়,বেশ কিছুদিন যাবত চাষাঢ়া শহীদ মিনারে একটি মেয়ে এভাবে মানুষকে ধোকা দিয়ে তাদের সর্বস্ব নিয়ে পালাচ্ছে। দুই তিন আগেও চাষাঢ়া শহীদ মিনারের সামনে এক শরবত ব্যবসায়ীকে রাস্তা পার করে দেয়ার কথা বলে তাকে জোড় করে দেওভোগ নিয়ে যায় পরে অই নারী সিন্ডিকেটের ১০-১২ জন ছেলে অই ব্যবসায়ীকে মারধর করে তার সাথে থাকা ১০০০০ টাকা এবং একটি টাচ মোবাইল রেখে দেয়।
পরে থানায় অভিযোগ করলে সদর থানার এসআই পাভেল অই নারীকে চাষাঢ়া শহীদ মিনারের সামনে থেকে গ্রেফতার করে তাকে সহ সিন্ডিকেটের একজনকে গ্রেফতার করলে পরে অই নারী ব্যবসায়ীর মোবাইল ও টাকা ছিনতায়ের কথা স্বীকার করেন।
এসআই পাভেল অই সিন্ডিকেটের থেকে মোবাইল ও টাকা তুলে নিতে সক্ষম হয়।