সকাল নারায়ানগঞ্জঃ ‘মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’ বাক্যে শিক্ষার্থীদের শপথ পাঠ করালেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে মোগরাপাড়া এইচ.জি.জি.এস স্মৃতি বিদ্যায়তনে মাদকবিরোধী সচেতনতা মূলক আলোচনা সভায় শিক্ষার্থীরা এ মাদকবিরোধী শপথ পাঠ করানো হয়।
উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে সভায় উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান, একাডেমিক সুপারভাইজার কাজল চন্দ্র পাল এবং প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান প্রমুখ।