সকাল নারায়ণগঞ্জ
প্রিয় মানুষের সঙ্গে পবিত্র ঈদুল আজহা উদযাপন শেষে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরতে শুরু করেছেন মানুষ।
মঙ্গলবার (১২ জুলাই) ঈদের ছুটির শেষে প্রথম কর্মদিবস হওয়ায় সোমবার বিকেল থেকেই ঢাকায় আসতে শুরু করেন মানুষ।
আজ সরেজমিনে ঘুরে দেখা গেছে, রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ফিরতি ঈদযাত্রায় মানুষের পদচারণা শুরু হয়েছে। কিন্তু তেমন যাত্রী চাপ নেই। বেশিরভাগ লঞ্চ ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে ঢাকায় পৌঁছেছে।
মঙ্গলবার ভোর থেকেই সদর ঘাট টার্মিনালে বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, চরফ্যাশন, হুলারহাট, ভান্ডারিয়া, লালমোহনসহ দেশের বিভিন্ন রুটের লঞ্চ ভিড়তে দেখা গেছে।
আজ থেকে অফিস খুলে দেওয়ায় যাত্রীদের অনেকে সরাসরি কর্মস্থলে যাবেন বলে জানিয়েছেন।
বরিশাল থেকে আসা এক যাত্রী বলেন, ঠিক সময়েই লঞ্চ ছেড়েছে। তবে যাত্রী খুব বেশি নেই। পদ্মা সেতু চালু হওয়ায় অনেকে সড়ক পথে ঢাকায় ফিরছেন।
এদিকে রাজধানীর বাস টার্মিনালগুলোতেও দেখা গেছে প্রায় একই ধরনের চিত্র। সোমবার বিকেল থেকে যাত্রী নিয়ে ঢাকায় এসে পৌঁছেছে দেশের বিভিন্ন অঞ্চলের বাস। তবে এসব বাসে যাত্রী ছিল খুব কম।
বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত জাহিদ বলেন, গ্রামের বাড়িতে পরিবার নিয়ে ঈদ করতে গিয়েছিলেন। তবে ছুটি কম পাওয়ায় আজই তাকে অফিস করতে হবে। আর তাই তড়িঘড়ি করে ঢাকায় ফিরেছেন।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে তিন দিনের সরকারি সাধারণ ছুটি শেষে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার খুলছে আজ।
মঙ্গলবার (১২ জুলাই) ঈদ উপলক্ষে তিন দিন (শনি থেকে সোমবার) এবং সাপ্তাহিক ছুটি শুক্রবার থাকায় মোট চার দিনের ছুটি শেষ হচ্ছে।
তবে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ঢাকায় ফিরতে আরও কয়েক দিন লেগে যাবে। কারণ, অনেকেই ঈদের ছুটির সঙ্গে ঐচ্ছিক ছুটি যোগ করে ঈদ আনন্দ উপভোগ করছেন। এতে আগামী রোববার (১৬ জানুয়ারি) ঢাকায় প্রাণচাঞ্চল্য ফিরবে বলে আশা করা হচ্ছে।
ঈদুল আজহা উদযাপন করতে রাজধানী ছেড়ে গেছেন ৬৫ লাখ ৭৮ হাজার ৮৬৬ সিম ব্যবহারকারী।
গত শুক্রবার (৮ জুলাই) ও শনিবার (৯ জুলাই) ঢাকার বাইরে যাওয়া মোবাইল অপারেটরগুলোর সিমের হিসাবের ভিত্তিতে এ তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
তবে অনেকেই একাধিক সিম ব্যবহার করেন। আবার অনেক শিশু কিংবা নারী মোবাইল ব্যবহার করেন না। তাই ঠিক কতজন ঢাকা ছেড়েছেন, তা সঠিক বলা যাচ্ছে না।