1. [email protected] : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. [email protected] : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
নারায়ণগঞ্জে ৩৬ পুলিশ কর্মকর্তার বদলী - সকাল নারায়ণগঞ্জ
সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:১৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
২০২৪ সালে সড়কে ঝরেছে ৬ হাজার ৪৪৪ প্রাণ গাজী টায়ারস কারখানায় হামলা, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনায় নিখোঁজদের পরিবারের সদস্যরা সড়ক অবরোধ অ্যাম্বুলেন্স ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক নারীর মৃত্যু আহত ৫ জনবাণী সম্পাদক শফিকসহ সাংবাদিকদের উপরহামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত পাওয়ার সল্যুশনের সমৃদ্ধিতে নতুন সম্ভাবনা তৈরি করবে এনার্জিপ্যাক ও পারকিন্স সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারকে বিশেষ সম্মাননা প্রদান করল ইসলামী আন্দোলন টাচ্ স্টোন এডুকেশন হোম স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল এবং মেধাবৃত্তিক পুরস্কার বিতরণ  আওয়ামী লীগের শাসনামলে সাবেক এমপিরা সারাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল ইসলামী আন্দোলন বাংলাদেশ ৮০০০ পিস ইয়াবাসহ ছয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-লালবাগ*

নারায়ণগঞ্জে ৩৬ পুলিশ কর্মকর্তার বদলী

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০
  • ৭৫ Time View
নারায়ণগঞ্জে ৩৬ পুলিশ কর্মকর্তার বদলী
নারায়ণগঞ্জে ৩৬ পুলিশ কর্মকর্তার বদলী

সকাল নারায়ানগঞ্জঃ নারায়ণগঞ্জ জেলা পুলিশের ৩৬ জন পুলিশ কর্মকর্তাকে বদলী করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধবার (১ জানুয়ারি) নারায়ণগঞ্জ জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার জায়েদুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে এই বদলীর আদেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এরমধ্যে সোনারগাঁয়ে ১১, রূপগঞ্জে ১৩, ফতুল্লায় ৭, সিদ্ধিরগঞ্জে ১, সদরে ১ এবং বন্দরে ৩ জনকে বদলীর আদেশ দেওয়া হয়েছে। তবে একটি অসমর্থিত সূত্র জানিয়ে জেলার ৭ থানাতেই বদলী করা হয়েছে। বদলীর সংখ্যা ৪৩ জন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বদলীর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, “দেখা যাচ্ছে প্রয়োজনের তুলনায় কিছু কিছু থানায় অতিরিক্ত অফিসার রয়েছে কিন্তু সে তুলনায় ডিবি, ডিএসবিতে লোক সঙ্কট। তাই থানা থেকে লোক সরিয়ে এনে যেখানে সঙ্কট রয়েছে সেখানকার ঘাটতি পূরণ করা হবে।”

তিনি আরও জানান, “যাদের বদলী করা হয়েছে তাদের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এই বদলী পুলিশের চলমান প্রক্রিয়া।”

সূত্র জানায়, সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা, আবুল কালাম আজাদ, তাহিদুল্লাহ, রাজু  মন্ডল, হাবিব ও আপন কুমার মজুমদার এবং সহকারি উপ-পরিদর্শক (এএসআই) নারায়ন ভৌমিক, নাজমুল হুদা, হাওলাদার ওমর, শাহীন উল্লাহ ও মিজানুর রহমান।

এছাড়াও রূপগঞ্জ থানার ১৩ কর্মকর্তাকে বদলীর আদেশ দেওয়া হয়েছে। এরমধ্যে উপ-পরিদর্শক (এসআই) ৬ জন এবং সহকারি উপ-পরিদর্শক (এএসআই) ৭ জন। ফতুল্লাতে ৭ জন, বন্দরে তিন জন, সিদ্ধিরগঞ্জ ও সদরে একজন করে। এরমধ্যে সদর থানায় এসআই শহীদ এবং সিদ্ধিরগঞ্জে আল আমিন নামে একজন এএসআইকে বদলী করা হয়েছে।

সোনারগাঁ থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) মনিরুজ্জামান জানিয়েছেন, “কোনো রকম অভিযোগ নয় এই বদলী রুটিন মাফিক করা হয়েছে।”

ফতুল্লা মডেল থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) মো. আসলাম হোসেন ৭ জন বদলী করা হয়েছে শুনলেও এ সংক্রান্ত কোনো কাগজ তিনি হাতে পাননি। বৃহস্পতিবার তিনি বিস্তারিত জানাতে পারবেন বলে জানিয়েছন।

বন্দর থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানিয়েছেন তার থানা থেকে তিনজনকে বদলী করা হয়েছে। তবে, তিনি বাইরে থাকার কারণে বদলীকৃত তিনজনের নাম জানাতে পারেননি।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) কামরুল ফারুক জানিয়েছেন তার থানা থেকে আল আমিন নামে একজন এএসআইকে বদলী করা হয়েছে।

সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন জানিয়েছেন, ৩১ ডিসেম্বর তাদের থানা থেকে শহীদ নামে একজন এসআইকে বদলী করা হয়েছে।

রূপগঞ্জ থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) মাহমুদুল হাসান জানিয়েছে তার থানা থেকে ১৩ জন এসআই ও এএসআইকে বদলী করা হয়েছে। পুলিশের রুটিন মাফিক এই বদলী বলে তিনি জানিয়েছেন।

আড়াইহাজার থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) নজরুল ইসলাম জানিয়েছে তার থানাতে কাউকে বদলী করা হয়নি। তবে অসমর্থিত একটি সূত্র জানিয়েছে আড়াইহাজার থানাতেও ৭ কর্মকর্তাকে বদলী করা হয়েছে।

এদিকে নারায়ণগঞ্জ জেলায় যোগদানের ৫ দিনের মাথায় পুলিশ সুপার এত সংখ্যক কর্মকর্তাকে বদলী করায় থানার অন্যান্য কর্মকর্তাদের মাঝে বদলী আতঙ্ক বিরাজ করছে। তাছাড়া একই দিনে এত সংখ্যক পুলিশ কর্মকর্তার বদলীর ঘটনা নারায়ণগঞ্জে এবারই প্রথম। ফলে বিষয়টি প্রকাশ হওয়ার পর অনেকেই বিষ্ময় প্রকাশ করেছেন। তবে, এমন বদলী যদি ভালো কিছু হয় তাহলে সেটি একটি ব্যতিক্রম উদাহরণ হয়ে থাকবে পুলিশ সুপারের জন্য, এমন মন্তব্যও করেছেন কেউ কেউ।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL