সকাল নারায়ানগঞ্জঃ নতুন বছরে নতুন আঙ্গিকে নারায়ণগঞ্জ-ঢাকা রুটে চালু হয়েছে উৎসব পরিবহন লি. এর নতুন বাস।
বুধবার(১লা জানুয়ারি) সকালে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনালে ফিতা কেটে উৎসব পরিবহণ লি. এর নতুন সংস্করণের বাস উদ্বোধন করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, পিপি এড. ওয়াজেদ আলী খোকন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. মুহাম্মদ মহসীন প্রমুখ।
এর আগে উৎসব পরিবহণ লি. এর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
নতুন সংস্করণের উৎসব বাস নিয়ে এর চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ শহীদুল্লাহ জানান, সাধারণ মানুষকে সর্বোচ্চ সেবা দিতে আগের থেকে সেবার মান বৃদ্ধি করে ডিজিটালভাবে সাজিয়েছি উৎসব পরিবহণ। আমি আশা করি আমাদের নতুন ৪২ টি বাস সাধারণ মানুষকে সর্বোচ্চ সেবা দিবে। এবার আমরা যাত্রীদের নিরাপত্তার জন্যে প্রতিটি বাসে সিসি ক্যামেরা সংযোজন এবং ফ্রি ওয়াইফাই’র ব্যবস্থা করেছি। কেন্দ্রীয় বাস টার্মিনাল, চাষাড়া আর্মি সুপার মার্কেট এবং শিবুমার্কেট থেকে টিকেট পাওয়া যাবে।টিকেটের মূল্য অপরিবর্তীত রয়েছে।