সকাল নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিনোদনের নামে জেলা প্রশাসনকে অবজ্ঞা করে অনুমতি ছাড়াই থানা পুলিশকে ম্যানেজ করে দৈনিক লক্ষাধিক টাকার টার্গেট নিয়ে ওয়াবদারপুল ফকিরা গার্মেন্টের ৩ নং গেইট এলাকায় বসানো হয়েছে মেলা।
স্থানীয় ক্যাডার বাহিনীর শেল্টারে সরদার হোসেন নামে এক ব্যক্তি এই মেলা বসিয়েছে। মেলাকে ঘিরে সন্ধ্যার পর জমে উঠে মাদক বেচা কিনা। কিশোর গ্যাং, মাদকসেবী ও বখাটেদের উশৃঙ্খলাতায় বিব্রত হচ্ছে মেলায় আগন্ত নারী ও পথচারীরা।
যেখানে সরকার রাত ৮ টার পর সব দুকান-পাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন সেখানে কিবাবে অবৈধ বিদ্যুৎ ব্যবহার করে মেলা চলছে তা কারো জানা নেই।
সরকার বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করার জন্য মার্কেট,বিপনি-বিতান,দোকান বন্ধ রাখার নির্দেশ দিলেও কিভাবে এই মেলা চলছে।
উচ্চস্বরে মাইকে অশ্লীল গানবাজনা ও হইহুল্লায় শিক্ষার্থীসহ এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।
জানা গেছে, মেলায় হরেকরকম দোকানপাট, নাগর দোলা, নৌকা দোলা, চরকি বসানো হয়েছে বিনোদনের জন্য। মাত্র তিন মিনিটের জন্য নৌকা দোলার টিকিট ৩০/৫০ টাকা, নাগর দোলায় ৩০ টাকা, ট্রেন ৩০, চরকি ৩০ টাকা। হরেকরকম দোকান থেকে চাঁদা নেওয়া হয় দৈনিক তিনশত থেকে ৫ শত টাকা করে।
মেলার সুযোগ নিয়ে দেদারছে মাদক বেচা কিনা হচ্ছে বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। দৈনিক লক্ষাধিক টাকার টার্গেট নিয়ে বসানো হয়েছে এই মেলা। মেলার আয় থেকে দৈনিক মোটা টাকা ভাগবন্টন হচ্ছে ক্যাডার বাহিনী ও মেলার আয়োজকদের মধ্যে।
পেশাদার মেলার আয়োজক সরদার হোসেন বলেন, ফতুল্লা থানা পুলিশের সাথে কথা বলে মেলাটি বসানো হয়েছে। তবে লিখিত কোন অনুমতি পত্র দেখাতে পারেননি তিনি।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিজাউল হক জানান, তিনি আসলে এই মেলার ব্যাপারে অবগত নয়। এখন জানতে পেরেছি যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন।