সকাল নারায়ণগঞ্জ
সোনারগাঁ মোগরাপাড়া আফিয়া (সানজিদা) একটি পেট্রল পাম্পে ১০ লিটারে হাফ লিটার পেট্রল, ডিজেল, অকটেন কম দেওয়ায় পাম্প ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নারায়ণগঞ্জ সোনারগাঁ মোগরাপাড়া পূর্ব পাশ আফিয়া পাম্প শাখা সানজিদা এন্ড ফিলিং স্টেশনে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এসময় কারচুপির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৬ ধারা লঙ্ঘনের দায়ে পাম্প ম্যানেজার কামরুল ইসলাম কে ৫০ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ।
মোবাইল কোর্টে সোনারগাঁও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জানান, উপজেলার পেট্রল পাম্পে মোবাইল কোর্ট পরিচালনা করে সোনারগাঁয়ের প্রাণকেন্দ্রের আফিয়া পাম্পে এই অনিয়ম হওয়ায় তার ম্যানেজার ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানার উপ-পরিদর্শক মুস্তাফিজুর রহমান ও তার সোর্স ।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপক তাৎক্ষণিক জরিমানার অর্থ পরিশোধ করেন। ভবিষ্যতের জন্য পাম্পটিকে সতর্ক করা হয়েছে বলেও জানান বিএসটিআই এর কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।