সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের ফতুল্লার ব্যবসায়ী সেলিম হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (২০ জুন) জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালত এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মোহাম্মদ আলী ও ফয়সাল।
আদালতের এপিপি জেসমিন আহমেদ জানান, ২০১৯ সালের ৩১ মার্চ এ হত্যাকান্ড সংঘটিত হয়।
এ ঘটনায় পরবর্তীতে থানায় মামলায় দায়ের করা হয়। আদালত চার আসামির মধ্যে যুক্তিতর্ক ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দু’জনকে খালাস ও দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন।
ব্যবসায়ী সেলিম চৌধুরীর দুই লাখ টাকা আত্মসাৎ করতে পূর্ব-পরিকল্পিতভাবে তাকে হত্যা করে মোহাম্মদ আলী। হত্যার পর মরদেহ নিজ গোডাউনে পুঁতে রাখে আলী ও তার লোকজন। মরদেহের পাশে চুন দিয়ে রাখে তারা যাতে করে মাটির সঙ্গে মিশে যায়।
এরপর ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়।