সকাল নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কে মৌমিতা ও বাঁধন পরিবহন নামে দুই বাসের যাত্রী উঠাকে কেন্দ্র করে অজ্ঞাত পরিচয় এক পথচারীর মৃত্যু হয়েছে।
রবিবার (১৯ জুন) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষ্যদর্শী এ পথচারী জানান, রাস্তার ওপর পাশ থেকে দেখলাম মৌমিতা ও বাঁধন বাসের যাত্রী উঠানো নিয়ে দস্তাদস্তি। এক পর্যায় মৌমিতা উঠতে না দেওয়ায় ওই পথচারি উপর দিয়ে বাধন গাড়ী চলে যায়। এত ঘটনাস্থলেই ও ব্যক্তি মারা যায়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ট্রাফিকের ইন্সপেক্টর (প্রশাসন) মো: আব্দুল করিম শেখ জানান, মৌমিতা ও বাঁধন পরিবহনের গাফলতিতে ওই পথচারীর মৃত্যু হয়েছে। দুই বাস ও বাসের চালকদের আমরা আটক করেছি। নিহত ওই ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। থানা পুলিশ আসছে।
ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া ফতুল্লা মডেল থানার এএসআই মোফিজুল ইসলাম জানান, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিয়ে এক ব্যক্তি রাস্তা পারাপার হচ্ছিলো। এসময় মৌমিতা ও বাঁধন বাস এক অপরকে ওভারটেক করতে গিয়ে ওই পথচারীকে চাপা দেয়। এখনো আমরা লাশের পরিচয় শনাক্ত করতে পারিনি। বাঁধন বাসের হেল্পারকে আটক করা হয়েছে এবং বাকিরা সব পালিয়ে গেছে।