সকাল নারায়ণগঞ্জঃ
রুট পারমিট না থাকায় সাইনবোর্ডের পর থেকে নগরীতে প্রবেশ বন্ধ করে দেয়া হয়েছে গ্রীন অনাবিল বাসের।
বিষয়টি নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জাহেদ পারভেজ চৌধুরী জানান, রুট পারমিট না থাকায় আজ (রবিবার) থেকে নারায়ণগঞ্জ শহরে প্রবেশ করতে পারবে না গ্রীন অনাবিল পরিবহনের কোন বাস। ঢাকা থেকে সাইনবোর্ড এসে তারা পুনরায় ঢাকা ফেরত যেতে হবে।গাজীপুর-সাইনবোর্ড এটাই তাদের অনুমোদিত রুট।
উল্লেখ্য রুট পারমিট না থাক সত্বেও দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ টু গাজীপুর চলাচল করে আসছিল গ্রীন অনাবিল পরিবহন। রুট পারমিট বিহীন এই পরিবহনের কারনে নগরীর চাষাড়া মোড়ে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হয়। বিভিন্ন মহল থেকে এই ব্যাপারে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও তেমন কোন অগ্রগতি চোখে পড়েনি। তবে এবার যানজট নিরসনে প্রশাসন অনেকটা কঠোর অবস্থানে। তারই ধারাবাহিকতায় রুট পারমিটবিহীন গ্রীন অনাবিলের বিরুদ্ধে অ্যাকশনে ট্রাফিক পুলিশ বিভাগ।