সকাল নারায়ণগঞ্জঃ
স্টাফ রিপোর্টার (ছায়ানুর তালুকদার):
আব্দুর রহিম মেমোরিয়াল ট্রাষ্টের পক্ষ হতে শহরবাসীর জন্য দেয়া ফ্রিজিং গাড়ি গতকাল বিকালে প্রথম লাশ নিয়ে যাত্রা শুরু করে।
বিকাল ০৬-০৬-২০২২ খ্রি. সোমবার আব্দুর রহিম মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে যে লাশবাহী গাড়িটি সাধারণ মানুষ/ গরিব-দুঃখীদের কথা চিন্তা করে ১২ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব শওকত হাসেম শকু সাহেব এর তত্ত্বাবধানে নারায়ণগঞ্জ বাসীর জন্য যে সার্ভিসটি চালু করা হয়েছে ।
আজ সেই লাশবাহী গাড়ি লাশ নিয়ে প্রথম যাত্রা শুরু করে।
১২নং ওয়ার্ডের জলিল সাহেবর ভাড়াটিয়ার মরদেহ নিয়ে যাওয়া হয় মাসদাইর কবরস্থানে এই লাশ বাহী গাড়ি দিয়ে।
কাউন্সিলর শওকত হাসেম শকু উপস্থিত থেকে নিজ হাতে লাশটি লাশবাহী গাড়িতে তুলে দেয়। পাশাপাশি মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনা করে নারায়ণগঞ্জ বাসীর কাছে দোয়া চেয়েছেন যাতে করে সে জনগণের জন্য সার্বিক সহযোগিতার কাজগুলোও করে যেতে পারে।